নেমার তখন উঠতি তারকা। হাওয়ায় উড়ে গোল করেন। কম বয়স। দারুণ এনার্জি। সাড়ে চার বছরের বড় মেসির ততদিনে বার্সায় ১৩ বছর খেলা হয়ে গিয়েছে। বার্সার তারকা তিনি। নিজের দেশ আর্জেন্টিনার হয়ে চুটিয়ে খেলছেন। মারাদোনার উত্তরসূরি হিসাবে নাম ছড়িয়ে পড়তে শুরু করেছে। বার্সাতেই দুই ভিন্ন এবং জনপ্রিয় সংস্কৃতির দুই ফুটবলারের সহ-যাত্রা শুরু।