১৮ বছর পার। ২০০৭ সালে ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবিটি চলচ্চিত্রপ্রেমীদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। প্রায় দু’দশক অতিক্রম করে সেই ছবির সিক্যুয়েল ‘মেট্রো ইন দিনো’ শুক্রবার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। প্রথম সিনেমার সঙ্গে জড়িত গায়ক কেকে এবং বলি অভিনেতা ইরফান খান দু’জনেই প্রয়াত। তা নিয়ে দর্শকের মনখারাপ যেমন রয়েছে, পাশাপাশি নতুন ছবিটি নিয়ে এক অজানা কৌতূহলও তৈরি হয়েছে তাঁদের মনে। তারকাখচিত এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের নামী নায়ক-নায়িকারা। তবে উপার্জনের দিক থেকে কে কাকে গোল দিলেন?