Advertisement
২৭ নভেম্বর ২০২২
Heather Milligan

বয়সের ফারাক প্রায় তিন দশকের, ৪৭-এর হিথারের প্রেমে মজে ৭৫-এর আর্নল্ড সোয়ার্ৎজ়েনেগার

মিউনিখের ‘অক্টোবরফেস্ট’-এর অনুষ্ঠানে দেখা গেল হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্নল্ড সোয়ার্ৎজ়েনেগারকে। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা হিথার মিলিগান।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১০:২১
Share: Save:
০১ ১৮
‘কম্যান্ডো’, ‘প্রিডেটর’ থেকে ‘টার্মিনেটর’— হলিউডে একের পর এক বক্স অফিস কাঁপানো সিনেমা দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন আর্নল্ড সোয়ার্ৎজ়েনেগার। ৭৫ বছর বয়সে তিনি এখনও তরুণ।

‘কম্যান্ডো’, ‘প্রিডেটর’ থেকে ‘টার্মিনেটর’— হলিউডে একের পর এক বক্স অফিস কাঁপানো সিনেমা দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন আর্নল্ড সোয়ার্ৎজ়েনেগার। ৭৫ বছর বয়সে তিনি এখনও তরুণ।

০২ ১৮
সম্প্রতি আর্নল্ডকে দেখা গিয়েছে জার্মানিতে। মিউনিখের ‘অক্টোবরফেস্ট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন আর্নল্ডের দুই পুত্র— প্যাট্রিক এবং ক্রিস্টোফার।

সম্প্রতি আর্নল্ডকে দেখা গিয়েছে জার্মানিতে। মিউনিখের ‘অক্টোবরফেস্ট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন আর্নল্ডের দুই পুত্র— প্যাট্রিক এবং ক্রিস্টোফার।

০৩ ১৮
প্রতি বছর এই অনুষ্ঠানে আসেন আর্নল্ড। কিন্তু এ বার এই আনন্দ উদ্‌যাপন একটু অন্য ধরনের। আর্নল্ডের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রেমিকা হিথার মিলিগান। দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ায় আর্নল্ড নতুন করে শিরোনামে এসেছেন।

প্রতি বছর এই অনুষ্ঠানে আসেন আর্নল্ড। কিন্তু এ বার এই আনন্দ উদ্‌যাপন একটু অন্য ধরনের। আর্নল্ডের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রেমিকা হিথার মিলিগান। দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ায় আর্নল্ড নতুন করে শিরোনামে এসেছেন।

০৪ ১৮
তবে, শিরোনামে আসার কারণও অন্য। হিথারের সঙ্গে তাঁর বয়সের পার্থক্যও অনেক। পঁচাত্তরে পৌঁছেও তাঁর চেয়ে ২৮ বছরের ছোট হিথারের সঙ্গে সম্পর্কে রয়েছেন আর্নল্ড।

তবে, শিরোনামে আসার কারণও অন্য। হিথারের সঙ্গে তাঁর বয়সের পার্থক্যও অনেক। পঁচাত্তরে পৌঁছেও তাঁর চেয়ে ২৮ বছরের ছোট হিথারের সঙ্গে সম্পর্কে রয়েছেন আর্নল্ড।

০৫ ১৮
৪৭ বছর বয়সি হিথার পেশায় এক জন ফিজিক্যাল থেরাপিস্ট। কোনও অ্যাথলিট খেলার সময় আঘাত পেলে তাঁকে থেরাপির মাধ্যমে সারিয়ে তোলাই কাজ হিথারের।

৪৭ বছর বয়সি হিথার পেশায় এক জন ফিজিক্যাল থেরাপিস্ট। কোনও অ্যাথলিট খেলার সময় আঘাত পেলে তাঁকে থেরাপির মাধ্যমে সারিয়ে তোলাই কাজ হিথারের।

০৬ ১৮
‘আর্নল্ড স্ট্রংম্যান ক্লাসিক’ নামের এক প্রতিযোগিতার সঙ্গে যুক্তও ছিলেন হিথার। এই প্রতিযোগিতায় যে অ্যাথলিটরা অংশগ্রহণ করতেন, তাঁদের দেখাশোনা করতেন হিথার।

‘আর্নল্ড স্ট্রংম্যান ক্লাসিক’ নামের এক প্রতিযোগিতার সঙ্গে যুক্তও ছিলেন হিথার। এই প্রতিযোগিতায় যে অ্যাথলিটরা অংশগ্রহণ করতেন, তাঁদের দেখাশোনা করতেন হিথার।

০৭ ১৮
তবে এই সম্পর্ক নতুন নয়। আর্নল্ডের সঙ্গে তাঁর সম্পর্ক বহু দিনের।

তবে এই সম্পর্ক নতুন নয়। আর্নল্ডের সঙ্গে তাঁর সম্পর্ক বহু দিনের।

০৮ ১৮
প্রথম দিকে তাঁদের সম্পর্কের কথা গোপন থাকলেও ২০১৩ সাল নাগাদ দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ্যে চলে আসে।

প্রথম দিকে তাঁদের সম্পর্কের কথা গোপন থাকলেও ২০১৩ সাল নাগাদ দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ্যে চলে আসে।

০৯ ১৮
আর্নল্ড এবং হিথার ক্যালিফোর্নিয়ার সান্টামোনিকায় রেস্তরাঁয় ডিনারে গিয়েছিলেন। একে অপরকে চুম্বন করার মুহূর্ত হঠাৎ কেউ ফ্রেমবন্দি করে নেন। সেই ছবি প্রকাশ্যে আসার পর তাঁরাও আর কিছু গোপন রাখেননি।

আর্নল্ড এবং হিথার ক্যালিফোর্নিয়ার সান্টামোনিকায় রেস্তরাঁয় ডিনারে গিয়েছিলেন। একে অপরকে চুম্বন করার মুহূর্ত হঠাৎ কেউ ফ্রেমবন্দি করে নেন। সেই ছবি প্রকাশ্যে আসার পর তাঁরাও আর কিছু গোপন রাখেননি।

১০ ১৮
অতিমারি চলাকালীন তাঁদের দু’জনকে প্রায়ই একসঙ্গে দেখা গিয়েছে। আর্নল্ডের তরফে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও এসেছেন হিথার।

অতিমারি চলাকালীন তাঁদের দু’জনকে প্রায়ই একসঙ্গে দেখা গিয়েছে। আর্নল্ডের তরফে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও এসেছেন হিথার।

১১ ১৮
কিন্তু এই প্রণয়ের সম্পর্ক এখনও সম্পর্ক বিয়ে পর্যন্ত এগোয়নি।

কিন্তু এই প্রণয়ের সম্পর্ক এখনও সম্পর্ক বিয়ে পর্যন্ত এগোয়নি।

১২ ১৮
সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, আর্নল্ডের ছেলেমেয়েদের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে হিথারের।

সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, আর্নল্ডের ছেলেমেয়েদের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে হিথারের।

১৩ ১৮
এমনকি, ‘অক্টোবরফেস্ট’-এর অনুষ্ঠানে আর্নল্ড-পুত্র প্যাট্রিক তাঁর প্রেমিকাকেও নিয়ে এসেছিলেন।

এমনকি, ‘অক্টোবরফেস্ট’-এর অনুষ্ঠানে আর্নল্ড-পুত্র প্যাট্রিক তাঁর প্রেমিকাকেও নিয়ে এসেছিলেন।

১৪ ১৮
এর আগেও আর্নল্ড বহু সম্পর্কে জড়িয়েছেন। বিয়ের আগে বহু অভিনেত্রীর সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে।

এর আগেও আর্নল্ড বহু সম্পর্কে জড়িয়েছেন। বিয়ের আগে বহু অভিনেত্রীর সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে।

১৫ ১৮
১৯৮৬ সালে মারিয়া শ্রিভারকে বিয়ে করেন অভিনেতা। মারিয়া এবং আর্নল্ডের চার সম্তান রয়েছে।

১৯৮৬ সালে মারিয়া শ্রিভারকে বিয়ে করেন অভিনেতা। মারিয়া এবং আর্নল্ডের চার সম্তান রয়েছে।

১৬ ১৮
মারিয়ার সঙ্গে থাকাকালীন আর্নল্ড তাঁর বাড়ির এক পরিচারিকা মিলড্রেড প্যাট্রিসিয়া বেনার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।

মারিয়ার সঙ্গে থাকাকালীন আর্নল্ড তাঁর বাড়ির এক পরিচারিকা মিলড্রেড প্যাট্রিসিয়া বেনার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।

১৭ ১৮
জানা যায়, মারিয়া তাঁর চতুর্থ সন্তানের জন্ম দেওয়ার পাঁচ দিন পরেই মিলড্রেড তাঁর প্রথম সন্তানের জন্ম দেন।

জানা যায়, মারিয়া তাঁর চতুর্থ সন্তানের জন্ম দেওয়ার পাঁচ দিন পরেই মিলড্রেড তাঁর প্রথম সন্তানের জন্ম দেন।

১৮ ১৮
আর্নল্ডের অনুরাগীরা হিথারের সঙ্গে নায়কের সম্পর্ক নিয়ে উৎসুক। বিয়ে ছাড়া এত দীর্ঘ সময় ধরে কোনও সম্পর্ক স্থায়ী হয়নি অভিনেতার জীবনে। তাই দু’জনের এই প্রণয়ের সম্পর্ক পরবর্তী ধাপে পৌঁছবে কি না, তা জানতে আগ্রহী হলিউডের একাংশ।

আর্নল্ডের অনুরাগীরা হিথারের সঙ্গে নায়কের সম্পর্ক নিয়ে উৎসুক। বিয়ে ছাড়া এত দীর্ঘ সময় ধরে কোনও সম্পর্ক স্থায়ী হয়নি অভিনেতার জীবনে। তাই দু’জনের এই প্রণয়ের সম্পর্ক পরবর্তী ধাপে পৌঁছবে কি না, তা জানতে আগ্রহী হলিউডের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.