অর্থনীতি এবং দৈনন্দিন জীবনযাত্রার উপর জ্বালানির দামের প্রভাব পড়তে বাধ্য। এই খরচের বহর ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় ডলার আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অপরিশোধিত তেল আরও দামি হতে পারে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে ‘তরল সোনার’ দর হু-হু করে বাড়ছে।