চোখে-মুখে রক্ত, সারা শরীরে আঁকা রয়েছে উল্কি। চরিত্রের উগ্রতা ফুটে উঠছে অভিব্যক্তিতে। চলতি বছরে প্রেমদিবসের আগে বিশাল ভরদ্বাজের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ও’ রোমিয়ো’র। সদ্য মুক্তিপ্রাপ্ত প্রচারমূলক ঝলকে বলি অভিনেতা শাহিদ কপূরকে এমন ‘অ্যাংরি’ অবতারেই দেখা গিয়েছে। ছবিমুক্তির আগেই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।