পশ্চিমে পাকিস্তানে। উত্তর-পূর্বে চিন। জোড়া শত্রুর ঘেরাটোপে থেকে ফের ‘বন্ধু’ ইজ়রায়েলকে পাশে পাচ্ছে ভারত। নয়াদিল্লির বিমানবাহিনীর হাতে এ বার লরা ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইহুদিদের। এই অস্ত্র দিয়ে যুদ্ধের সময় শত্রুকে পুরোপুরি ‘অন্ধ’ করে ফেলতে পারবে ভারতীয় বায়ুসেনা। এই খবরে ঘুম উড়েছে ইসলামাবাদ ও বেজিঙের।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চলতি বছরের গোড়ায় ইহুদিদের থেকে লরা ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ভারতীয় বায়ুসেনা। সংশ্লিষ্ট মারণাস্ত্রটির নির্মাণকারী সংস্থার নাম ‘ইজ়রায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ়’ বা আইএআই। নয়াদিল্লির কাছে এটিকে ঘরের মাটিতে তৈরি করার সুযোগ রয়েছে। লরার পুরো কথাটি হল ‘লং রেঞ্জ আর্টিলারি’। ইহুদিদের এই ক্ষেপণাস্ত্রটির একাধিক শ্রেণিবিভাগ রয়েছে।