চোখের নিমেষে যুদ্ধের রং বদলাতে ক্রমাগত ক্ষেপণাস্ত্রের শক্তি বৃদ্ধি করছে ভারত। সেই লক্ষ্যে এ বার বড় লাফ দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন)। ‘প্রলয়’ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের ‘এয়ার ভার্সান’ তৈরিতে হাত দিয়েছে তারা। ভারতীয় বিমানবাহিনীর শিরদাঁড়া হিসাবে পরিচিত রুশ লড়াকু জেট ‘এসইউ-৩০ এমকেআই’ থেকে সংশ্লিষ্ট হাতিয়ারটিকে ছোড়া যাবে বলে জানা গিয়েছে। তবে তার জন্য একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ডিআরডিও-র বিজ্ঞানীদের।
এ দেশের প্রতিরক্ষা বিজ্ঞানীরা ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের যে ‘এয়ার ভার্সান’ তৈরি করতে চলেছেন, তার দৈর্ঘ্য হবে ৯.০৬ মিটার। ওজন দাঁড়াতে পারে প্রায় পাঁচ টন। এতটা ভারী ক্ষেপণাস্ত্রকে ‘এসইউ-৩০ এমকেআই’ যুদ্ধবিমানের লঞ্চারে বসানো যে বেশ কঠিন হবে, তা বলাই বাহুল্য। কারণ, সংশ্লিষ্ট জেটটির দৈর্ঘ্য মেরেকেটে ২২ মিটার বলে জানা গিয়েছে। বর্তমানে এই ব্যারিকেড টপকানোর চেষ্টা চালাচ্ছে ডিআরডিও।