ভারতীয় ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে ‘ইউরোপের রুগ্ন মানুষ’। নয়াদিল্লির ‘মাস্টারস্ট্রোকে’ এজ়িয়ান সাগর হাতছাড়া হওয়ার রয়েছে প্রবল আশঙ্কা। আর তাই ‘চিরশত্রু’ গ্রিকদের হাতে ‘হিন্দিস্তান’-এর মারণাস্ত্র আসার আগেই হইচই বাঁধিয়ে দিয়েছে সেখানকার গণমাধ্যম। ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তানকে সাহায্য করার খেসারত দেবে এককালের অটোমান শাসকেরা? কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কূটনৈতিক চালের সেই ব্যাখ্যাই খুঁজে বার করার চেষ্টা করছেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশ্লেষকেরা।
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ তুরস্কে হঠাৎ করেই ছড়িয়েছে ভারত এবং গ্রিসের মধ্যে হতে চলা প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত খবর। আঙ্কারার গণমাধ্যমগুলির দাবি, নয়াদিল্লির থেকে ভূমি থেকে আক্রমণকারী দূরপাল্লার ক্রুজ় ক্ষেপণাস্ত্র বা এলআর-এলএসিএম (লং রেঞ্জ-ল্যান্ড অ্যাটাক ক্রুজ় মিসাইল) কিনতে চলেছে আথেন্স। এজ়িয়ান সাগর সংলগ্ন এলাকায় সেগুলিকে মোতায়েন করবে গ্রিক ফৌজ।