জম্মু-কাশ্মীরের পাশাপাশি এ বার গুজরাত সীমান্ত। পশ্চিম ভারতের আরও একটি জায়গার দিকে নজর দিচ্ছে পাকিস্তান। সেই লক্ষ্যে ওই এলাকায় সেনা সমাবেশও শুরু করেছে ইসলামাবাদ। বিষয়টি নজরে আসতেই রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ‘অপারেশন সিঁদুর’-এ মার খাওয়ার পরও কেন এই দুঃসাহস? গুজরাতের কর্দমাক্ত জমিতে লুকিয়ে আছে কোন ‘রাজ ঐশ্বর্য’? ফের এক বার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর যুদ্ধের আশঙ্কা তীব্র হতেই এই নিয়ে তুঙ্গে উঠেছে তরজা।
গুজরাতের কচ্ছ এলাকার স্যর ক্রিক। ৯৬ কিলোমিটার লম্বা জনবসতিহীন ওই খাঁড়ির উল্টো দিকে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। সংশ্লিষ্ট জলাভূমিটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তাই নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ দীর্ঘ দিনের। দুঁদে কূটনীতিকদের একাংশ এই সমস্যাকে কাশ্মীরের চেয়েও কঠিন বলে মনে করেন। নয়াদিল্লির কাছে স্যর ক্রিকের কৌশলগত গুরুত্ব অপরিসীম। এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির অনেক জটিল হিসাব। সেই কারণেই ইসলামাবাদকে খোলাখুলি হুমকি দিতে রাজনাথ বাধ্য হয়েছেন বলে মনে করা হচ্ছে।