কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে’। কিন্তু, তাই বলে ভারতীয় বায়ুসেনার লড়াকু জেট! ৬০ বছরের বেশি কর্মজীবন শেষ হতে না হতেই চাকরিতে ‘পুনর্বহাল’ হতে চলেছে তারা। যদিও সেটা নব রূপে এবং নতুন আঙ্গিকে। ফলে বুড়ো হাড়ে সদ্য অবসর নেওয়া যুদ্ধবিমানগুলি যে ফের ভেল্কি দেখাবে, তা বলাই বাহুল্য। বিমানবাহিনীর এ-হেন সিদ্ধান্তে ঘুম ছুটেছে চিন এবং পাকিস্তানের মতো শত্রু দেশগুলির।
‘মিগ-২১ বাইসন’। একটা সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) তৈরি এই লড়াকু জেটগুলিই ছিল ভারতীয় বায়ুসেনার শিরদাঁড়া। কিন্তু, ছ’দশকের বেশি দাপিয়ে চাকরি করার পর এ বার সংশ্লিষ্ট যুদ্ধবিমানগুলিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এ দেশের বিমানবাহিনী। পাশাপাশি, লড়াকু জেটগুলিকে ড্রোনে বদলে ফেলার পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ, কর্মজীবন শেষ হলেও এখনই ছুটি হচ্ছে না ‘মিগ-২১ বাইসন’-এর।