দ্বিমুখী জোট গড়ে ভারতকে প্যাঁচে ফেলার ছক কষছে চিন ও পাকিস্তান। সেই সাঁড়াশি আক্রমণ ঠেকাতে তৎপর এ দেশের বিমানবাহিনী। যুদ্ধের সময়ে দ্রুত শত্রুর আকাশ দখল করতে এ বার পঞ্চম প্রজন্মের ‘স্টেলথ’ শ্রেণির অন্তত তিন স্কোয়াড্রন লড়াকু জেট বহরে সামিল করতে চাইছেন নয়াদিল্লির বায়ুবীরেরা। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রকে সুপারিশও করেছেন তাঁরা।
সম্প্রতি, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বায়ুসেনার এক পদস্থ আধিকারিক। তাঁর দাবি, এক লপ্তে ৬০টা যুদ্ধবিমান বাহিনীর বহরে সামিল করার পরিকল্পনা করা হয়েছে। ঘরের মাটিতে যে হেতু পঞ্চম প্রজন্মের ‘স্টেলথ’ শ্রেণির লড়াকু জেট তৈরি হয় না, তাই এ ব্যাপারে বিদেশের উপর পুরোপুরি নির্ভরশীল নয়াদিল্লি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারতকে লড়াকু জেট বিক্রি করার ব্যাপারে আগ্রহ রয়েছে আমেরিকা এবং রাশিয়ার।