পশ্চিম এশিয়ার ‘গরম লোহা’য় মার্কিন ‘হাতুড়ির ঘা’ পড়তেই সব চুপ! আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ করেছে যুযুধান ইরান-ইজ়রায়েল। দু’পক্ষেরই দাবি, এই লড়াইয়ে শত্রুকে সমুচিত শিক্ষা দেওয়া গিয়েছে। সংঘর্ষ থামায় স্বাভাবিক ভাবেই প্রকাশ্যে চলে এসেছে কয়েকটি প্রশ্ন। এ বার কি সত্যিই পরমাণু বোমা তৈরির পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসবে তেহরান? ইহুদিভূমিকে নিশ্চিহ্ন করার পণে ইতি টানবে সাবেক পারস্য দেশ? শিয়া মুলুকটির ‘শরীরী ভাষা’য় এর কোনও লক্ষণই প্রকাশ্যে না আসায় বাড়ছে উদ্বেগ।
প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বোমাবর্ষণে ইরানের পরমাণু প্রকল্পগুলির যে ক্ষতি হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। এতে তেহরানের আণবিক বোমা তৈরির স্বপ্ন কয়েক বছর পিছিয়ে যেতে পারে। কিন্তু, তার অর্থ এই নয় যে, সাবেক পারস্য দেশটি কখনওই নিজেদের লক্ষ্যে পৌঁছোতে পারবে না। কারণ, শিয়া মুলুকটির পরমাণু প্রকল্পগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকায় সবগুলিকে ধ্বংস করা গিয়েছে, এমনটা নয়।