Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Navratri 2023

ট্রেন সফরেও ভাঙবে না নবরাত্রির উপবাস, বিশেষ সাত্ত্বিক আহারের ব্যবস্থা করেছে রেল, মেনুতে কী?

উপবাসীদের কথা ভেবে বিশেষ খাবারের ব্যবস্থা রেখেছে আইআরসিটিসি। তাদের সাত্ত্বিক মেনুতে থাকছে সাবুদানা, কুট্টুর (পানিফল) আটার পদ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৮:৪৮
Share: Save:
০১ ১৪
image of goddess

নবরাত্রির সময় ট্রেন সফরেও ব্রত ভাঙার আশঙ্কা নেই। ব্রত পালন করতে করতেই পেরনো যাবে দীর্ঘ পথ। সেই ব্যবস্থা রেখেছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজ়ম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)। ন’দিন সাত্ত্বিক আহার পরিবেশন করবে তারা।

০২ ১৪
image of food

নবরাত্রিতে দেশের বহু নাগরিক অর্ধদিন উপবাস করেন। তার পর বিশেষ কিছু খাবার খান। উপবাসীদের খাদ্যতালিকায় অনেক কিছুই বাদ থাকে।

০৩ ১৪
image of train

সে কারণে উপবাসীদের অনেকেই এ সময় দীর্ঘ ট্রেন সফরে যেতে চান না। পাছে উপবাস ভঙ্গ হয়! বা হয়তো বাকি অর্ধ দিবসও উপবাসেই কাটে!

০৪ ১৪
image of food

এই উপবাসীদের কথা ভেবে বিশেষ খাবারের ব্যবস্থা রেখেছে আইআরসিটিসি। তাদের সাত্ত্বিক মেনুতে থাকছে সাবুদানা, কুট্টুর (পানিফল) আটার পদ। সব রান্নাই করা হচ্ছে সৈন্ধব লবণ দিয়ে।

০৫ ১৪
image of train

আইআরসিটিসির এক আধিকারিক জানিয়েছেন, ১২ অক্টোবর থেকে রেল সফরে এই বিশেষ মেনু চালু করা হবে।

০৬ ১৪
image of food

১৫ অক্টোবর শুরু হচ্ছে নবরাত্রির উপবাস। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।

০৭ ১৪
image of food

কী কী খাবার মিলবে ট্রেন সফরে? রেলের তরফে জানানো হয়েছে, সাবুদানার খিচুড়ি, শুকনো মাখনা, সাবুদানা, বাদামের মুখোরোচক, আলুর টিক্কি, জিরা আলু, ফ্রেঞ্চ ফ্রাই, সাবুদানার বড়া, ফলাহারি চুরা, ফলাহারি থালি রয়েছে খাদ্যতালিকায়। নবরাত্রি থালির ব্যবস্থাও রয়েছে।

০৮ ১৪
image of food

শেষ পাতে সাত্ত্বিক মিষ্টির ব্যবস্থাও করা হয়েছে। সেই তালিকায় রয়েছে মালাই বরফি, রসমালাই, মিল্ক কেক, সাদি বরফি, লস্যি, প্লেন দই।

০৯ ১৪
image of train

আইআরসিটিসি জানিয়েছে, তাদের পরিচালিত নির্দিষ্ট কিছু রেস্তরাঁ এবং নির্দিষ্ট কিছু স্টেশনে এই খাবার মিলবে।

১০ ১৪
image of station

কোন কোন স্টেশনে মিলবে এই সাত্ত্বিক খাবার? রেলের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লি, কানপুর সেন্ট্রাল, জবলপুর, রতলাম, জয়পুর, নথুরা, নাগপুর, পটনা-সহ ৯৬টি স্টেশনে মিলবে নবরাত্রির বিশেষ খাবার।

১১ ১৪
image of train

ট্রেনে চাপার আগে আইআরসিটিসির কেটারিং ওয়েবসাইট বা ‘ফুড-অন-ট্র্যাক’ অ্যাপের মাধ্যমে নবরাত্রির বিশেষ মেনু অর্ডার করতে পারবেন যাত্রীরা। সফর শুরুর অন্তত দু’ঘণ্টা আগে অর্ডার করতে হবে।

১২ ১৪
image of canteen

আগেভাগে অ্যাপের মাধ্যমে অর্ডার করার সময় খাবার দাম মেটানোর ব্যবস্থা রয়েছে। নয়তো পরে ট্রেনে খাবার ডেলিভারির সময়ও মেটানো যাবে দাম।

১৩ ১৪
image of train

আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে তাদের সহযোগী অন্য রেস্তরাঁ বা বিপণি থেকেও খাবার অর্ডার করতে পারেন যাত্রীরা। খাবার পরিবেশন করা হবে ট্রেনে।

১৪ ১৪
image of train

সে কারণে নবরাত্রির সময় চাইলে যাত্রীরা এই ‘ফুড-অন-ট্র্যাক’ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট দোকান থেকে ব্রত পালনের উপযোগী খাবার অর্ডার করতে পারেন। এখন তাই নবরাত্রির সময়েই ট্রেন সফরে আর কোনও বাধা নেই। ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE