Advertisement
০১ মে ২০২৪
isis

এক জনের কাঁধে ৫২ কেজির বিমান বিধ্বংসী বন্দুক, অন্য জনের একে ৪৭, এঁরা আইএসের দুই ভয়ঙ্কর খুনি

জেহাদি লিটল জন বা দ্য বুলডোজার। আইএসের বিপজ্জনকতম জঙ্গিদের তালিকা করলে এই দু’জনের নাম বাদ দেওয়ার প্রশ্নই নেই। বুলডোজারকে ধরে সিরিয়ার সেনা। লিটল জনের সন্ধান পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৫:০৬
Share: Save:
০১ ১৩
কালো পোশাক পরিহিত আইএস জঙ্গিদের চেনা খুব একটা দুষ্কর নয়। কিন্তু এই বাহিনীতেই আছেন এমন কয়েক জন, যাঁদের পোশাক দেখে টের পাবেন না। জংলি সেনার পোশাক পরেন তাঁরা। বিশেষত্ব হল, তাঁদের উচ্চতা।

কালো পোশাক পরিহিত আইএস জঙ্গিদের চেনা খুব একটা দুষ্কর নয়। কিন্তু এই বাহিনীতেই আছেন এমন কয়েক জন, যাঁদের পোশাক দেখে টের পাবেন না। জংলি সেনার পোশাক পরেন তাঁরা। বিশেষত্ব হল, তাঁদের উচ্চতা।

০২ ১৩
কেউ ৩ ফুট, আবার কেউ সাড়ে ছয় ফুট উচ্চতার। আইএসের বিশেষ এই ‘যোদ্ধা’রা বিপক্ষের বুকে ভয় জাগাতে যথেষ্ট। কেউ নিজের চেয়েও ভারী কামান হাতে তুলে অনায়াসে উড়িয়ে দিতে পারেন আশপাশের সব কিছু। আবার কেউ, তরবারি হাতে গলা নামাতে সিদ্ধহস্ত।

কেউ ৩ ফুট, আবার কেউ সাড়ে ছয় ফুট উচ্চতার। আইএসের বিশেষ এই ‘যোদ্ধা’রা বিপক্ষের বুকে ভয় জাগাতে যথেষ্ট। কেউ নিজের চেয়েও ভারী কামান হাতে তুলে অনায়াসে উড়িয়ে দিতে পারেন আশপাশের সব কিছু। আবার কেউ, তরবারি হাতে গলা নামাতে সিদ্ধহস্ত।

০৩ ১৩
‘জেহাদি লিটল জন’ নামে পরিচিত এই অত্যন্ত বিপজ্জনক জঙ্গি আইএসে যোগদানের সময় নিজের স্বল্প উচ্চতার কথা জানাননি। পাছে কম উচ্চতার কারণে আবেদনপত্রই বাতিল হয়ে যায়।

‘জেহাদি লিটল জন’ নামে পরিচিত এই অত্যন্ত বিপজ্জনক জঙ্গি আইএসে যোগদানের সময় নিজের স্বল্প উচ্চতার কথা জানাননি। পাছে কম উচ্চতার কারণে আবেদনপত্রই বাতিল হয়ে যায়।

০৪ ১৩
‘আবু আহমাদ আল-চিহুয়াহুয়া’ নামে পরিচিত এই জঙ্গি নেতার বিশেষত্ব হল তিনি নাকি পকেটে করে রকেট লঞ্চার নিয়ে ঘোরেন। আজ থেকে সাত বছর আগে একটি ছবিতে তাঁকে প্রথম দেখা গিয়েছিল। কিন্তু তার পর থেকে তাঁকে আর খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি।

‘আবু আহমাদ আল-চিহুয়াহুয়া’ নামে পরিচিত এই জঙ্গি নেতার বিশেষত্ব হল তিনি নাকি পকেটে করে রকেট লঞ্চার নিয়ে ঘোরেন। আজ থেকে সাত বছর আগে একটি ছবিতে তাঁকে প্রথম দেখা গিয়েছিল। কিন্তু তার পর থেকে তাঁকে আর খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি।

০৫ ১৩
অনেকেই দাবি করেন, ‘আবু আহমাদ আল-চিহুয়াহুয়া’ আর বেঁচে নেই। আবার অন্য একটি অংশের মত, তিনি ঠিক সময়ে দেখা দেন। সাধারণ অভিযান বা নির্দিষ্ট কারও ‘শাস্তিপ্রদান’ অনুষ্ঠানে তাঁর দেখা মেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

অনেকেই দাবি করেন, ‘আবু আহমাদ আল-চিহুয়াহুয়া’ আর বেঁচে নেই। আবার অন্য একটি অংশের মত, তিনি ঠিক সময়ে দেখা দেন। সাধারণ অভিযান বা নির্দিষ্ট কারও ‘শাস্তিপ্রদান’ অনুষ্ঠানে তাঁর দেখা মেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

০৬ ১৩
বামন আবুর পাশাপাশি আইএসের আর এক দুর্ধর্ষ জঙ্গির ডাকনাম ‘দ্য বুলডোজার অফ ফাল্লুজাহ’। তাঁর উচ্চতা অনেক বেশি, অন্তত সাড়ে ছ’ফুট। এই জুটিই আপাতত সমাজমাধ্যম কাঁপিয়ে দিচ্ছে। একাধিক দেশের সেনা এই জোড়া মূর্তির সন্ধানে প্রাণপাত করছে রোজ।

বামন আবুর পাশাপাশি আইএসের আর এক দুর্ধর্ষ জঙ্গির ডাকনাম ‘দ্য বুলডোজার অফ ফাল্লুজাহ’। তাঁর উচ্চতা অনেক বেশি, অন্তত সাড়ে ছ’ফুট। এই জুটিই আপাতত সমাজমাধ্যম কাঁপিয়ে দিচ্ছে। একাধিক দেশের সেনা এই জোড়া মূর্তির সন্ধানে প্রাণপাত করছে রোজ।

০৭ ১৩
আবু আহমাদ আল-চিহুয়াহুয়াকে অনেকে ডাকেন ‘লিটল জন’ নামে। আইএসের ভয়ঙ্করতম জঙ্গি নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এই জেহাদি জন। শোনা যায়, ইংল্যান্ডের বাসিন্দা জনের নৃশংস মানসিকতাকে ভয় পেত সেনাবাহিনীও।

আবু আহমাদ আল-চিহুয়াহুয়াকে অনেকে ডাকেন ‘লিটল জন’ নামে। আইএসের ভয়ঙ্করতম জঙ্গি নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এই জেহাদি জন। শোনা যায়, ইংল্যান্ডের বাসিন্দা জনের নৃশংস মানসিকতাকে ভয় পেত সেনাবাহিনীও।

০৮ ১৩
জেহাদি জনের মৃত্যু হয়েছে। তাঁর জায়গা নিয়েছেন লিটল জন। নামে লিটল থাকলেও এটা বলা হয়, জেহাদি জনের চেয়েও বেশি নৃশংস এবং নিষ্ঠুর এই দ্বিতীয় জন।

জেহাদি জনের মৃত্যু হয়েছে। তাঁর জায়গা নিয়েছেন লিটল জন। নামে লিটল থাকলেও এটা বলা হয়, জেহাদি জনের চেয়েও বেশি নৃশংস এবং নিষ্ঠুর এই দ্বিতীয় জন।

০৯ ১৩
ইসলামিক স্টেটের ভয়ঙ্করতম জঙ্গি নেতা ‘দ্য বুলডোজ়ার’কে প্রকাশ্যে দেখা যায় মস্ত এক তরবারি হাতে। প্রায়শই প্রকাশ্যে শিরচ্ছেদের ভিডিয়োয় যে ভয় ধরানো চেহারা থাকে, তিনিই দ্য বুলডো়জ়ার।

ইসলামিক স্টেটের ভয়ঙ্করতম জঙ্গি নেতা ‘দ্য বুলডোজ়ার’কে প্রকাশ্যে দেখা যায় মস্ত এক তরবারি হাতে। প্রায়শই প্রকাশ্যে শিরচ্ছেদের ভিডিয়োয় যে ভয় ধরানো চেহারা থাকে, তিনিই দ্য বুলডো়জ়ার।

১০ ১৩
বুলডোজ়ারের যে সমস্ত ছবি পাওয়া যায় তার বেশির ভাগেই দেখা গিয়েছে তাঁর হাতে রয়েছে ৫২ কেজি ওজনের একটি ‘অ্যান্টি এয়ারক্র্যাফ্ট গান’। যা অন্য সময় একটি গাড়ির উপর রাখতে হয়।

বুলডোজ়ারের যে সমস্ত ছবি পাওয়া যায় তার বেশির ভাগেই দেখা গিয়েছে তাঁর হাতে রয়েছে ৫২ কেজি ওজনের একটি ‘অ্যান্টি এয়ারক্র্যাফ্ট গান’। যা অন্য সময় একটি গাড়ির উপর রাখতে হয়।

১১ ১৩
বুলডোজ়ারের হাতে যে তরবারি থাকে তার দৈর্ঘ্য ৪ ফুট। অর্থাৎ, লিটল জনের চেয়েও এক ফুট লম্বা। সেই তরবারি দিয়ে আইএসে যোগ দিতে আপত্তি জানানো এক কিশোরের হাত, পা কেটে ফেলার দৃশ্য এক সময় দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল।

বুলডোজ়ারের হাতে যে তরবারি থাকে তার দৈর্ঘ্য ৪ ফুট। অর্থাৎ, লিটল জনের চেয়েও এক ফুট লম্বা। সেই তরবারি দিয়ে আইএসে যোগ দিতে আপত্তি জানানো এক কিশোরের হাত, পা কেটে ফেলার দৃশ্য এক সময় দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল।

১২ ১৩
১২৭ কেজি ওজনের চরম নৃশংস এই জঙ্গি শেষ পর্যন্ত সিরিয়ার বাহিনীর হাতে ধরা পড়েন। এখন তিনি জীবিত না মৃত তা জানা যায়নি। ঠিক যেমন আজও অজানা দ্য বুলডোজ়ারের আসল নাম কী।

১২৭ কেজি ওজনের চরম নৃশংস এই জঙ্গি শেষ পর্যন্ত সিরিয়ার বাহিনীর হাতে ধরা পড়েন। এখন তিনি জীবিত না মৃত তা জানা যায়নি। ঠিক যেমন আজও অজানা দ্য বুলডোজ়ারের আসল নাম কী।

১৩ ১৩
বর্তমানে সেনার আগ্রাসী অভিযানের মুখে পড়ে খানিক গুটিয়ে রয়েছে আইএস। কিন্তু এই সময়ের মধ্যে আরও ভয়াবহ জঙ্গিদের প্রস্তুতি চলছে না তার নিশ্চয়তা দিচ্ছেন না বিশেষজ্ঞরাও।

বর্তমানে সেনার আগ্রাসী অভিযানের মুখে পড়ে খানিক গুটিয়ে রয়েছে আইএস। কিন্তু এই সময়ের মধ্যে আরও ভয়াবহ জঙ্গিদের প্রস্তুতি চলছে না তার নিশ্চয়তা দিচ্ছেন না বিশেষজ্ঞরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE