প্রথমে জল্পনা তৈরি হয়েছিল, রণবীর অভিনীত চরিত্রটি মেজর মোহিত শর্মার জীবনের উপর তৈরি। তবে পরিচালক আদিত্য ধর স্পষ্ট করেছেন, ছবিটি মেজর মোহিতের জীবনের উপর নির্ধারিত নয়। তবে মাধবন, অক্ষয় এবং সঞ্জয়ের সঙ্গে বাস্তবের কিছু চরিত্রের মিল খুঁজে পেয়েছেন সিনেমা নিয়ে চর্চা করা অনুরাগীরা। দর্শকের দাবি, মাধবন অভিনীত অজয় সান্যাল চরিত্রটি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপর ভিত্তি করে তৈরি।
তবে ছবির মূল ঝলকে বিশেষ নজর কেড়েছে সঞ্জয় অভিনীত চরিত্র। ভয় ধরিয়েছে তাঁর বলা ডায়লগ এবং মারপিটের দৃশ্য। সিনেবোদ্ধাদের অনেকেই বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি চালিয়ে দাবি করছেন, ‘ধুরন্ধর’ ছবিতে সঞ্জয়ের চরিত্র করাচির দুঁদে পুলিশ অফিসার চৌধরি আসলাম খান থেকে অনুপ্রাণিত। অনেকে আবার আসলামের চেহারার সঙ্গে মিলও খুঁজে পেয়েছেন সঞ্জয় অভিনীত চরিত্রের।
ঘটনাচক্রে, ‘ধুরন্ধর’ ছবিতে সঞ্জয়ের চরিত্রের নামও চৌধরি আসলাম এবং সে এক জন পুলিশ। কিন্তু সত্যিই কি ‘ধুরন্ধর’-এ পাক পুলিশকর্তা আসলাম খানের চরিত্রে অভিনয় করছেন সঞ্জয়? অনেকে তেমনটা দাবি করলেও ছবির নির্মাতাদের তরফে সে কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। ছবিমুক্তির পর দর্শকের মনের ধোঁয়াশা কাটবে। তার আগে একনজরে দেখে নেওয়া যাক কে ছিলেন এই আসলাম।
চৌধরি আসলাম খান ওরফে চৌধরি আসলাম খান স্বাতি ছিলেন পাকিস্তানের এক জন নাম করা পুলিশ অফিসার। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত মুহাজির কওমি মুভমেন্ট, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), টিএমপি, লশকর-ই-ঝাংভি (এলজে), লশকর-ই-ত্যায়বা (এলইটি) এবং সিপাহ-ই-সাহাবা পাকিস্তান (এসএসপি) সমর্থিত বহু জঙ্গি, গ্যাংস্টার, খুনি ও তোলাবাজদের গ্রেফতার এবং এনকাউন্টার করেছিলেন তিনি। ২০১৪ সালের ৯ জানুয়ারি টিটিপির ছোড়া বোমা বিস্ফোরণে নিহত হন আসলাম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy