Advertisement
১৬ মার্চ ২০২৫
Secret time machine

সত্যিই কি তৈরি হয়েছিল সময়যান? কী ভাবে কাজ করত রহস্যময় যন্ত্র? কেনই বা ব্যবহার নিষিদ্ধ করা হয়?

১৯৫০ সাল থেকেই ভ্যাটিকানের ফাদার পেলেগ্রিনো আর্নেটি একটি ‘টাইম মেশিন’ বা সময়যান তৈরির চেষ্টা শুরু করেন। এই যন্ত্রের মাধ্যমে অতীতচারণ করে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা চাক্ষুষ করেন বলে দাবি করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১
Share: Save:
০১ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

১৯৭২ সাল। ভ্যাটিক্যানের এক যাজকের দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। তাঁর দাবি ছিল, অতীতে ও ভবিষ্যতে সফর করা সম্ভব এমন একটি যন্ত্র তিনি আবিষ্কার করে ফেলেছেন। সেই সময় টাইম মেশিনের ধারণা উঠে এসেছে শুধুমাত্র কল্পনায়, কল্পবিজ্ঞানের গল্পের পাতায়। এই মেশিনটির বাস্তবতা কি সম্ভব? প্রশ্নের ঝড় উঠেছিল বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে।

০২ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

১৯৫০ সাল থেকেই ভ্যাটিকানের ফাদার পেলেগ্রিনো আর্নেটি একটি ‘টাইম মেশিন’ বা সময়যান তৈরির চেষ্টা করেন। তাঁর এই কাজে সহায়তা করেন বিখ্যাত নোবেলজয়ী পদার্থবিদ এনরিকো ফার্মি ও রকেট বিজ্ঞানের জনক বলে পরিচিত অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার জার্মানির ভেয়ার্নহার ফন ব্রাউন-সহ ১২ জন বিজ্ঞানী।

০৩ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

১৯৭২ সালে সংবাদপত্রে ফলাও করে ছাপা হয় আর্নেটির ক্রোনোভাইজ়র যন্ত্রের কথা। এটিকে একটি সময়যান বা ‘টাইম মেশিন’ বলে দাবি করেন ফাদার আর্নেটি। ভ্যাটিক্যানের পুরোহিত হলেও তিনি ছিলেন এক জন খ্যাতনামী পদার্থবিদও। এই যন্ত্রের মাধ্যমে অতীতচারণ করে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা চাক্ষুষ করেন, এমন বিতর্কিত দাবি তুলেছিলেন তিনি।

০৪ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

তিনি এই যন্ত্রের মাধ্যমে আরও বেশ কয়েকটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন বলেও দাবি করেছিলেন। তার মধ্যে ছিল যিশুর শেষ নৈশভোজ বা বিখ্যাত ‘লাস্ট সাপার’। সেই ঘটনারও সাক্ষী হয়েছিলেন এবং একটি ছবি তুলেছিলেন যা তিনি স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিয়েছেন বলে দাবি তোলেন আর্নেটি।

০৫ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

সেই ঘটনার কথা শুনে ভ্যাটিক্যানের অনেকেই এই দাবিকে ভুয়ো বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সন্দেহ বাড়তে থাকে যখন হঠাৎ করে ১৯৮৮ সালে সময়ভ্রমণ বা সময়যান সংক্রান্ত সমস্ত গবেষণার উপর নিষেধাজ্ঞা জারি করেন ভ্যাটিক্যান কর্তৃপক্ষ। কেউ যদি কখনও এই ধরনের কোনও যন্ত্র ব্যবহার করেন, তা হলে তাঁকে বহিষ্কার করা হবে, এই মর্মে আদেশ জারি করে ভ্যাটিক্যান।

০৬ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

এর পর থেকেই আর্নেটি ও তাঁর ক্রোনোভাইজ়র যন্ত্রটি লোকচক্ষুর আড়ালে চলে যায়।

০৭ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

পিটার ক্রাসা নামে এক জন ইতিহাসবিদ ক্রোনোভাইজ়র এবং এটি তৈরির কিছু রহস্য ব্যাখ্যা করে একটি বই লিখেছিলেন। এই বইয়ের নাম ছিল ‘ফাদার আর্নেটি'জ ক্রোনোভাইজ়র: দ্য ক্রিয়েশন অ্যান্ড ডিজ়অ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টাইম মেশিন’।

০৮ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

কী ভাবে কাজ করত সেই যন্ত্র? এই যন্ত্রে ধরা পড়ত তড়িচ্চুম্বকীয় তরঙ্গ। যন্ত্রটির মাথায় বসানো ছিল দু’টি অ্যান্টেনা। দাবি করা হয়, সেই অ্যান্টেনার মাধ্যমে অতীতের রেকর্ড করা শব্দ ও তরঙ্গ গ্রহণ করে সেই তথ্যকে দৃশ্য-শ্রাব্য আকারে টিভির পর্দায় ফুটিয়ে তোলা হত।

০৯ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

তবে এই যন্ত্রকে সময়যান বলা যুক্তিযুক্ত কি না সে নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কারণ এই একই কাজ করে আয়নাও। আয়নায় আমরা নিজেদের যে প্রতিচ্ছবি দেখতে পাই তা আমাদেরই কয়েক মিলি সেকেন্ড পুরনো ছবি। কারণ চোখ থেকে আয়না ও আয়না থেকে চোখে আসতে যে সামান্য সময় লাগে তাতে আমরা নিজেদের অতীতকেই দেখতে পাই।

১০ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

তা হলে আদতে কী এই যন্ত্র? আদৌ কি সম্ভব সময়ভ্রমণ? নাকি এটা নিছকই কল্পনাপ্রবণ মানুষদের মনের আলো আঁধারি গোলকধাঁধা।

১১ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

বাংলা থেকে শুরু করে ইংরেজি এবং নানা বিদেশি ভাষায়, সময়ভ্রমণ বা সময়যানকে কেন্দ্র করে গল্প, উপন্যাসের ছড়াছড়ি। কল্পবিজ্ঞানের লেখক এইচ জি ওয়েলসের ‘দ্য টাইম মেশিন’ প্রকাশিত হয়েছিল ১৮৯৫ সালে।

১২ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

হলিউডের সিনেমাতেও সময়ভ্রমণের উদাহরণ ভুরিভুরি। অনেক বিজ্ঞানী সারা জীবন সময়যান তৈরির ব্যর্থ চেষ্টায় কাটিয়ে দিয়েছেন। আবার এমন কথাও প্রচলিত রয়েছে যে, অনেক বিজ্ঞানীই নাকি সময়যান তৈরি করতে সক্ষম হয়েছিলেন।

১৩ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

সময়ভ্রমণ বা সময়যান তৈরির ক্ষেত্রে বিজ্ঞানের যে তত্ত্বকে প্রামাণ্য বলে ধরা হয় তা হল আইনস্টাইনের থিয়োরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের বক্তব্য অনুযায়ী, সময় মোটেই ধ্রুবক নয়, তা আপেক্ষিক। সময়ের বয়ে যাওয়াও ধ্রুবক নয়। সময়ের গতি বাড়তে বা কমতে পারে। গতি দ্রুত হলে সময় ধীরে বইবে।

১৪ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের সূক্ষ্ম পরিমাপ একেবারেই অসম্ভব ব্যাপার। কেবল আলোর গতি বা তার কাছাকাছি গতিতে ছুটতে পারলেই সময়যান ছাড়া সময়ভ্রমণ সম্ভব। অথবা খুব তীব্র মহাকর্ষীয় ক্ষেত্রে সময় কাটাতে হবে, যা এখনও মানুষের নাগালে আসেনি।

১৫ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

পৃথিবী থেকে ৪০৮ কিমি উচ্চতায় থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষেণাকেন্দ্রটি ২৭ হাজার ৫৮০ কিমি বেগে ঘুরছে। সেখানে থাকা নভোচারীরা পৃথিবীতে বসবাসকারীদের তুলনায় আগে বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করতে পারেন। তবে সেই সময়ের পরিমাপ নগণ্য।

১৬ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

কল্পনা জগতের বাইরে এসে সত্যিকার ‘টাইম মেশিন’ তৈরির দাবি জানিয়েছিলেন আমেরিকার কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতির্পদার্থবিজ্ঞানী রন ম্যাল্লেট। আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আসার পর থেকে পদার্থবিজ্ঞানীরা সময়ভ্রমণকে তাত্ত্বিক ভাবে সম্ভব বলে মনে করেন।

১৭ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

সময়ভ্রমণ নিয়ে আরও এক বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিঙের অন্য তত্ত্ব রয়েছে। তিনি প্রশ্ন তুলেছিলেন, যদি সত্যিই সময়ভ্রমণ করা যেত, তা হলে ভবিষ্যৎ থেকে কাউকে বর্তমান সময়ে ফিরিয়ে আনা যায়নি কেন?

১৮ ১৮
Know about Father Ernetti's Mysterious Chronovisor Device which allowed people to See the Past and Future

বর্তমান থেকে অতীতে বা ভবিষ্যতে যাতায়াত করার জন্য সময়যানের ধারণা পৃথিবীর বুকে বহু যুগ ধরে রয়েছে। সময়ের আগে বা পিছনে যাওয়ার জন্য সময়যানের ধারণা বহু বিজ্ঞানী, সাহিত্যিক এবং ইতিহাসবিদদের লেখনীতেও বার বার উঠে এসেছে। সময়ভ্রমণের প্রতি আমাদের এক অদ্ভুত মুগ্ধতা রয়েছে। সিনেমার টানটান চিত্রনাট্য যেন সেই কল্পজগত সম্পর্কে আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy