
১৯৭২ সাল। ভ্যাটিক্যানের এক যাজকের দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। তাঁর দাবি ছিল, অতীতে ও ভবিষ্যতে সফর করা সম্ভব এমন একটি যন্ত্র তিনি আবিষ্কার করে ফেলেছেন। সেই সময় টাইম মেশিনের ধারণা উঠে এসেছে শুধুমাত্র কল্পনায়, কল্পবিজ্ঞানের গল্পের পাতায়। এই মেশিনটির বাস্তবতা কি সম্ভব? প্রশ্নের ঝড় উঠেছিল বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে।