Advertisement
৩০ এপ্রিল ২০২৫
Bollywood Actress

অভিনয়ের সুযোগ পেতে ছাড়েন ভালবাসার মানুষকে, বলিপাড়া থেকে হঠাৎ ‘উধা‌ও’ ‘মার্ডার ৩’-এর নায়িকা

মুকেশ ভট্টের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মার্ডার ৩’। এই ছবিতে রণদীপ হুডা এবং অদিতি রাও হায়দারির সঙ্গে অভিনয় করতে দেখা যায় সারাকে। রাতারাতি বলিপাড়ায় জনপ্রিয়তা পেয়ে যান তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪২
Share: Save:
০১ ১৫
Sara Loren

টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দা, ওয়েব সিরিজ়— নায়িকা অভিনয় করেছেন সর্বত্র। তবে একটি হিন্দি ছবিতে অভিনয় করার পর তাঁকে নিয়ে ধারণা বদলে যেতে শুরু করে ছবিনির্মাতাদের। যে অভিনয়ের জন্য তিনি ভালবাসার মানুষকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেই অভিনয়ের জন্যই হঠাৎ ‘উধাও’ হয়ে যান সারা লরেন।

০২ ১৫
Sara Loren

১৯৮৫ সালের ডিসেম্বর মাসে কুয়েতে জন্ম সারার। দেশভাগের পর তাঁর ঠাকুরদা সপরিবারে রাজস্থান থেকে কুয়েতে চলে গিয়েছিলেন। সারার বাবা-মা দু’জনের জন্মই পাকিস্তানে।

০৩ ১৫
Sara Loren

সারা যখন কিশোরী, তখনই তাঁর বাবা মারা যান। তার পর মাকে নিয়ে লাহোর চলে যান তিনি। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর।

০৪ ১৫
Sara Loren

করাচি এবং দিল্লিতে একাধিক নাটকে মঞ্চে অভিনয় করেন সারা। ২০০২ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। ২০১২ সাল পর্যন্ত একের পর এক উর্দু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

০৫ ১৫
Sara Loren

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন সারা। ২০০৪ সালে ‘মাহনুর’ নামের একটি উর্দু ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর।

০৬ ১৫
Sara Loren

অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেছেন সারা। পাকিস্তানের মডেল-অভিনেত্রী নজরে পড়েন বলিউডের ছবিনির্মাতাদের। ২০০৭ সালে মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত ‘কাফিলা’ নামের একটি হিন্দি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান সারা।

০৭ ১৫
Sara Loren

২০১০ সালে পূজা ভট্টের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘কজরারে’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় সারাকে। বলি গায়ক এবং অভিনেতা হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেন সারা।

০৮ ১৫
Sara Loren

তার পরেই কেরিয়ার অন্য দিকে মোড় নেয় সারার। মুকেশ ভট্টের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মার্ডার ৩’। এই ছবিতে রণদীপ হুডা এবং অদিতি রাও হায়দারির সঙ্গে অভিনয় করতে দেখা যায় সারাকে। রাতারাতি বলিপাড়ায় জনপ্রিয়তা পেয়ে যান তিনি।

০৯ ১৫
Sara Loren

‘মার্ডার ৩’ ছবিতে অভিনয়ের পর একাধিক প্রস্তাব পেতে শুরু করেন সারা। কিন্তু সব ধরনের চরিত্রই ছিল একই ধরনের। এক পুরনো সাক্ষাৎকারে সারা বলেছিলেন, ‘‘আমায় কেউ বার ডান্সার, আবার কেউ আইটেম গার্লের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতেন। তার বাইরে কিছুই পেতাম না।’’

১০ ১৫
Sara Loren

এক পুরনো সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, পাকিস্তানের এক তরুণকে ভালবেসে ফেলেছিলেন তিনি। সেই তরুণও বিনোদনজগতের সঙ্গে যুক্ত। তবে ‘মার্ডার ৩’ ছবির জন্য তাঁকে ভারতে আসতে হয়। ভালবাসার সঙ্গীকে মনের কথা না জানিয়েই কেরিয়ার গড়তে চলে যান তিনি। অন্য দিকে সেই তরুণের অন্য জায়গায় বিয়েও হয়ে যায়।

১১ ১৫
Sara Loren

কত্থক নাচে পারদর্শী সারা। তার পাশাপাশি মার্শাল আর্টসেরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, কেরিয়ার গড়তে গিয়ে প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাই নিজেকে শাস্তি দিতে অভিনয়জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি।

১২ ১৫
Sara Loren

চার-পাঁচ বছর আলোর রোশনাই থেকে নিজেকে একেবারেই দূরে সরিয়ে রেখেছিলেন সারা। এই প্রসঙ্গে তিনি এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি চিত্রনাট্যের ভাল-মন্দ বুঝতাম না। সব ছবিতেই অভিনয় করেছি। অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। তাই সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিই।’’

১৩ ১৫
Sara Loren

খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে নিজের নামও বদলে ফেলেন সারা। মোনা লিজ়া হুসেন নাম রেখেছেন তিনি। ‘মার্ডার ৩’-এর পাশাপাশি ‘বরখা’, ‘ফ্রড সাঁইয়া’, ‘ইশ্‌ক ক্লিক’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন সারা।

১৪ ১৫
Sara Loren

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশরত মেড ইন চায়না’ নামের উর্দু ভাষার ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় সারাকে। তার পর আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি সারাকে।

১৫ ১৫
Sara Loren

সমাজমাধ্যমে সক্রিয় থাকেন সারা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ১২ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy