Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Bollywood Gossip

একসঙ্গে হোটেলে রাত কাটাতেন, থাকত কড়া নিরাপত্তা! একই বিদেশিনির সঙ্গে দু’বার পরকীয়ায় চিড় ধরে নায়কের সংসারে

হোটেলের বাইরে নাকি সারা রাত কড়া নিরাপত্তা থাকত। সঞ্জয়ের নির্দেশ থাকত, তাঁকে যেন বিরক্ত না করা হয়। বলি নায়কের নির্দেশ মেনে সেই ঘরে হোটেলের কোনও কর্মীও যেতেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫২
Share: Save:
০১ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

অবাধ নারীসঙ্গের কারণে অধিকাংশ সময় শিরোনামে থাকতে অভ্যস্ত ছিলেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক, তিন বার বিয়ে, পরকীয়া নিয়ে রঙিন ছিল সঞ্জয়ের ব্যক্তিগত জীবন।

০২ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

সঞ্জয়ের প্রেমিকাদের তালিকায় নাম ছিল এক বিদেশিনিরও। তাঁর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গোপন রাখার চেষ্টা করলেও সঞ্জয়ের স্ত্রী তা জানতে পেরে যান। নায়কের সংসারে ফাটলও ধরে সেই বিদেশিনির কারণে।

০৩ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

১৯৮৭ সালে রিচা শর্মাকে বিয়ে করেছিলেন সঞ্জয়। বিয়ের পর এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন রিচা। সঞ্জয় এবং রিচার সংসার দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন রিচা। তার পরেই নাকি বিদেশিনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সঞ্জয়।

০৪ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

রিচার মৃত্যুর পর নাদিয়া দুররানি নামে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল সঞ্জয়ের। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কেও নাকি জড়িয়ে পড়েছিলেন নায়ক।

০৫ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

প্রথম স্ত্রীর মৃত্যুর দু’বছর পর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেছিলেন সঞ্জয়। বলিউডের জনশ্রুতি, সেই সময় নাকি বলি অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নায়ক। পাশাপাশি নাদিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় ছিল তাঁর।

০৬ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

পরে অবশ্য সুস্মিতার সঙ্গে পরকীয়া সম্পর্কে দাঁড়ি পড়ে গিয়েছিল সঞ্জয়ের। তবে নাদিয়ার কথা জানতে পেরে যান রিয়া। তা নিয়ে দু’জনের মধ্যে দূরত্ব ক্রমাগত বেড়েই চলে।

০৭ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

নাদিয়ার কথা জানতে পেরে অশান্তি হয় সঞ্জয় এবং রিয়ার মধ্যে। নাদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেন সঞ্জয়। ভবিষ্যতে নাদিয়ার সঙ্গে কোনও রকম সম্পর্ক তৈরি হলে বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন রিয়া, সে কথাও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সঞ্জয়কে। সেই শর্তেই চলছিল তাঁদের দাম্পত্যজীবন। কিন্তু আবার বাদ সাধলেন নাদিয়া।

০৮ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায় যে, সঞ্জয়ের সঙ্গে দেখা করার জন্য বিলাসবহুল হোটেলে গিয়ে উঠতেন নাদিয়া। শুটিং শেষ হওয়ার পর লুকিয়ে সেই হোটেলে যেতেন নায়ক।

০৯ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

হোটেলের বাইরে নাকি সারা রাত কড়া নিরাপত্তা থাকত। সঞ্জয়ের নির্দেশ থাকত, নাদিয়া এবং তাঁকে যেন বিরক্ত না করা হয়। বলি নায়কের নির্দেশ মেনে সেই ঘরে হোটেলের কোনও কর্মীও যেতেন না। সঞ্জয় ঘর থেকে বেরিয়ে গেলে আবার কড়া নিরাপত্তার বাঁধন সরে যেত।

১০ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

বলিপাড়ার জনশ্রুতি, নাদিয়ার অধিকাংশ খরচ সঞ্জয়ই মেটাতেন। রিয়াকে প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে পারেননি তিনি। আবার নাদিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সঞ্জয়।

১১ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

প্রথম বার ক্ষমা করে দিলেও দ্বিতীয় বার আর একই ভুলের জন্য ক্ষমা করে দেওয়ার মতো মনের জোর ছিল না রিয়ার। তাই সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

১২ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

বলিপাড়া সূত্রে খবর, সঞ্জয়ের মোহে বিভোর হয়ে থাকতেন নাদিয়া। তাঁকে না জানিয়ে শুটিংয়ের জন্য বিদেশে গিয়েছিলেন অভিনেতা। সে কথা অন্য সূত্রে জানতে পেরেছিলেন নাদিয়া।

১৩ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

সঞ্জয়ের বিদেশে যাওয়ার কথা শুনে নাদিয়াও পিছু নিয়েছিলেন অভিনেতার। ২০০২ সালে ‘কাঁটে’ ছবির শুটিংয়ের জন্য এক সপ্তাহ আমেরিকায় ছিলেন সঞ্জয়। তা শুনে নাদিয়াও চলে গিয়েছিলেন আমেরিকায়।

১৪ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

আমেরিকায় গিয়ে সঞ্জয়ের সঙ্গে দেখা করার জন্য সোজা শুটিং সেটে পৌঁছে গিয়েছিলেন নাদিয়া। কিন্তু নাদিয়ার সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক বেশি দিন টেকেনি।

১৫ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

২০০৮ সালে রিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সঞ্জয়ের। পাশাপাশি নাদিয়ার সঙ্গেও সম্পর্কে পাকাপাকি ভাবে ছেদ পড়ে অভিনেতার।

১৬ ১৬
Know about Sanjay Dutt and Nadia Durrani alleged affair

২০০৮ সালে মান্যতা দত্তকে বিয়ে করেন সঞ্জয়। বিয়ের দু’বছর পর ২০১০ সালে যমজ সন্তানের জন্ম দেন মান্যতা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy