
পশ্চিম এশিয়ায় স্বাধীন কুর্দিস্তান তৈরির স্বপ্নে ইতি? থামতে চলেছে কয়েক দশক ধরে চলা স্বাধীনতার যুদ্ধ? কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জেলবন্দি নেতা আবদুল্লা ওকালানের আহ্বান ঘিরে তুঙ্গে উঠেছে এই জল্পনা। পিকেকের সশস্ত্র যোদ্ধাদের হাতিয়ার ছেড়ে তুরস্কে মিশে যাওয়ার ডাক দিয়েছেন তিনি। স্বাধীন কুর্দিস্তানের স্বপ্ন দেখা তরুণ-তরুণীরা তাঁর ডাকে সাড়া দিলে পশ্চিম এশিয়ার রাজনীতি যে অন্য খাতে বইবে, তাতে কোনও সন্দেহ নেই।

১৯৯৯ সালে আবদুল্লাকে অপহরণ করে জেলে পোরেন তুর্কি গুপ্তচরেরা। তার পর আর সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। কিন্তু মজার বিষয় হল গত ২৬ বছর ধরে কয়েদ থাকা সত্ত্বেও কুর্দ জনজাতির মধ্যে তাঁর প্রভাব এতটুকু কমেনি। উল্টে আবদুল্লার দেখানো স্বাধীনতার স্বপ্ন বুকে বয়ে নিয়ে স্বশস্ত্র লড়াই চালিয়ে গিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। বিদ্রোহী গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন গারদে থাকা এই কুর্দ নেতা।