গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাত্ দেখলেন কুকুর বা কুকুরের দল আপনার গাড়ির পিছনে ধাওয়া করেছে। এমন অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। কিন্তু কেন কুকুর তাড়া করে জানেন?
এ বিষয়ে অনেকেই অল্পবিস্তর কারণ হয়ত জানেন। তবে সেই কারণগুলো অনেক ক্ষেত্রেই মুখে মুখে ছড়িয়েছে। অনেক তর্ক-বিতর্কও আছে। কিন্তু এর আসল কারণ শুনলে অবাক হবেন।
লক্ষ্য করে দেখবেন, কুকুর অনেক সময় গাড়ির টায়ারে প্রস্রাব করে। এর পিছনে একটা কারণ আছে। প্রস্রাবে যে গন্ধ থাকে সেটার মাধ্যমেই এরা নিজের এলাকা চিহ্নিত করে নেয়।
যদি ওই এলাকায় এমন কোনও গাড়ি ঢোকে যার গায়ে অন্য কুকরের প্রস্রাবের গন্ধ রয়েছে, তখনই কুকুর ডাকতে শুরু করে। ভাবে অন্য কোনও কুকুর ওই এলাকায় ঢুকে পড়েছে। তখনই গাড়ির পিছনে ধাওয়া করে। গাড়ি তাদের এলাকা না ছাড়া পর্যন্ত তার পিছন পিছন তাড়া করতে থাকে কুকুর।
প্রিয় পাঠক,
দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।
প্রিয় পাঠক, দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে নীচের ধাপগুলি অনুসরণ করে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।
Share