লভ আইল্যান্ড ভিলায় রয়েছে ১৭টি বেডরুম, ট্রিহাউস, অলিম্পিকের সাঁতারুদের মতো যাবতীয় সুযোগ-সুবিধা যুক্ত সুইমিং পুল, রানিং ট্র্যাক-সহ আমোদপ্রমোদের নানা উপকরণ। আকাশের গায়ে ভেসে বেড়ানোর বন্দোবস্তও রয়েছে এতে। বিদ্যুতের তারের মতো কয়েকটি তারে হুকের সঙ্গে নিজেকে বেঁধে ঝুলে পড়তেও পারেন এই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীরা।
শেষকৃত্যের দিন প্রয়াত স্বামীর স্মরণে নিজের ভাষণে অ্যাশলে একটি ঘটনার কথা তুলে ধরেছিলেন। স্কুলের প্রথম দিন ক্লাসঘরে প্যান্ট ভিজিয়ে ফেলেছিলেন অ্যাশলে। তা নিয়ে গোটা ক্লাসে তামাশার পাত্রী হলেও মেঝে মোছার জন্য মপ আর বাস্কেট নিয়ে এগিয়ে এসেছিলেন হফম্যান। অ্যাশলের কথায়, ‘‘ওই দিন থেকে আমার রক্ষাকর্তা হয়ে ওঠে ও। আমাকে আগলে রাখত হফম্যান। সব সময় বলত, চিন্তা কোরো না।’’
আদালতে আইনজীবীর মাধ্যমে দুঃখপ্রকাশ করে মর্নে বলেছিলেন, ‘‘ডোরিয়ানের থেকে ওঁর গাড়ির চাবি চেয়েছিলাম। তিনি জানিয়েছিলেন, গাড়ির ভিতরে চাবি রয়েছে। এর পর তাঁর টাকার ব্যাগ দিয়ে দেন। আমি কিছু টাকা বার করে ব্যাগটা ফেলে দিয়েছিলাম। সে সময় আমরা ডাকাতি করতে চেয়েছিলাম। তবে ডোরিয়ান ছটফট করতে থাকায় ওঁর মাথায় গুলি করি।’’