Advertisement
২৬ নভেম্বর ২০২২
Madhuri Dixit

দাম ৪৮ কোটি টাকা! আরব সাগরের তীরে ৫৪ তলার উপর মাধুরীর নতুন ‘প্রাসাদে’ কী কী রয়েছে?

বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা যত বারই নতুন গাড়ি-বাড়ি কেনেন, তা ঘিরে দর্শকমহলে উন্মাদনা থাকে যথেষ্ট। মাধুরীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১২:৫১
Share: Save:
০১ ২০
দীপাবলির আগে নিজেই নিজেকে উপহার দিলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। উৎসবের মরশুমে নতুন ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী। মাধুরীর নতুন এই ফ্ল্যাট রীতিমতো চোখ ধাঁধাবে।

দীপাবলির আগে নিজেই নিজেকে উপহার দিলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। উৎসবের মরশুমে নতুন ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী। মাধুরীর নতুন এই ফ্ল্যাট রীতিমতো চোখ ধাঁধাবে।

০২ ২০
 মাধুরীর নতুন ফ্ল্যাটটির ঠিকানা মুম্বইয়ের লোয়ার পারেল এলাকা। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির নথিভুক্তিকরণ হয়।

মাধুরীর নতুন ফ্ল্যাটটির ঠিকানা মুম্বইয়ের লোয়ার পারেল এলাকা। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির নথিভুক্তিকরণ হয়।

০৩ ২০
জানা গিয়েছে, মাধুরীর ফ্ল্যাটটি রয়েছে ৫৪ তলায়। বিলাসবহুল এই আবাসনে রয়েছে বহু সুযোগসুবিধা।

জানা গিয়েছে, মাধুরীর ফ্ল্যাটটি রয়েছে ৫৪ তলায়। বিলাসবহুল এই আবাসনে রয়েছে বহু সুযোগসুবিধা।

০৪ ২০
 ‘ধক ধক গার্ল’-এর এই নতুন ফ্ল্যাটটিরও দাম জানলে চমকে যাবেন। শোনা যাচ্ছে, ফ্ল্যাটটি কিনতে মাধুরীকে গুনতে হয়েছে ৪৮ কোটি টাকা।

‘ধক ধক গার্ল’-এর এই নতুন ফ্ল্যাটটিরও দাম জানলে চমকে যাবেন। শোনা যাচ্ছে, ফ্ল্যাটটি কিনতে মাধুরীকে গুনতে হয়েছে ৪৮ কোটি টাকা।

০৫ ২০
 ফ্ল্যাটটি আয়তন ৫ হাজার ৩৮৪ বর্গফুট। সাতটি গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে। এ ছাড়াও রয়েছে স্যুইমিং পুল, জিম, স্পা, ক্লাব এবং ফুটবল খেলার জায়গা।

ফ্ল্যাটটি আয়তন ৫ হাজার ৩৮৪ বর্গফুট। সাতটি গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে। এ ছাড়াও রয়েছে স্যুইমিং পুল, জিম, স্পা, ক্লাব এবং ফুটবল খেলার জায়গা।

০৬ ২০
  সংবাদ সংস্থা সূত্রে খবর, ফ্ল্যাটটি এমন জায়গায় রয়েছে, যেখান থেকে দেখা যাবে আরব সাগর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ফ্ল্যাটটি এমন জায়গায় রয়েছে, যেখান থেকে দেখা যাবে আরব সাগর।

০৭ ২০
বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বাড়ি কেনা বা গাড়ি কেনার খবর নতুন নয়। তবে যত বারই তাঁরা নতুন গাড়ি-বাড়ি কেনেন, তা ঘিরে দর্শকমহলে উন্মাদনা থাকে যথেষ্ট। মাধুরীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বাড়ি কেনা বা গাড়ি কেনার খবর নতুন নয়। তবে যত বারই তাঁরা নতুন গাড়ি-বাড়ি কেনেন, তা ঘিরে দর্শকমহলে উন্মাদনা থাকে যথেষ্ট। মাধুরীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

০৮ ২০
আশির দশকে ‘অবোধ’ ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল মাধুরীর। তবে প্রথমেই কিন্তু সাফল্যের হাসি দেখা যায়নি নায়িকার মুখে। তাঁর প্রথম দিকের কয়েকটি ছবি সে ভাবে দাগ কাটতে পারেনি বক্স অফিসে।

আশির দশকে ‘অবোধ’ ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল মাধুরীর। তবে প্রথমেই কিন্তু সাফল্যের হাসি দেখা যায়নি নায়িকার মুখে। তাঁর প্রথম দিকের কয়েকটি ছবি সে ভাবে দাগ কাটতে পারেনি বক্স অফিসে।

০৯ ২০
অভিনেতা অনিল কপূরের সঙ্গে ‘তেজাব’ ছবির হাত ধরেই বলিপাড়ায় ঝড় তোলেন মাধুরী। এই ছবির ‘এক দো তিন’ গানে মাধুরীর নাচে এখনও মাতোয়ারা আসমুদ্রহিমাচল।

অভিনেতা অনিল কপূরের সঙ্গে ‘তেজাব’ ছবির হাত ধরেই বলিপাড়ায় ঝড় তোলেন মাধুরী। এই ছবির ‘এক দো তিন’ গানে মাধুরীর নাচে এখনও মাতোয়ারা আসমুদ্রহিমাচল।

১০ ২০
মাধুরী মানেই তখন ছবি হিট। নায়িকাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। যার ফলে বাজিমাত হত বক্স অফিসেও। প্রযোজক-পরিচালকদের কাছে রীতিমতো ‘লক্ষ্মী’ ছিলেন নায়িকা।

মাধুরী মানেই তখন ছবি হিট। নায়িকাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। যার ফলে বাজিমাত হত বক্স অফিসেও। প্রযোজক-পরিচালকদের কাছে রীতিমতো ‘লক্ষ্মী’ ছিলেন নায়িকা।

১১ ২০
অভিনয়ের পাশাপাশি মাধুরীর নাচ বিপুল জনপ্রিয়তা পায়। তাঁর প্রতিটি ছবিতেই আলাদা ভাবে গুরুত্ব পেত নাচ। আর মাধুরীকে ‘ডান্সিং ক্যুইন’ হিসাবে গড়ে তোলার নেপথ্য কারিগর ছিলেন সরোজ খান। তাঁর কোরিওগ্রাফিতে একের পর এক হিট গানে রুপোলি পর্দায় সম্মোহিত করেছেন মাধুরী।

অভিনয়ের পাশাপাশি মাধুরীর নাচ বিপুল জনপ্রিয়তা পায়। তাঁর প্রতিটি ছবিতেই আলাদা ভাবে গুরুত্ব পেত নাচ। আর মাধুরীকে ‘ডান্সিং ক্যুইন’ হিসাবে গড়ে তোলার নেপথ্য কারিগর ছিলেন সরোজ খান। তাঁর কোরিওগ্রাফিতে একের পর এক হিট গানে রুপোলি পর্দায় সম্মোহিত করেছেন মাধুরী।

১২ ২০
বলিপাড়ার এক সময়ের পয়লা নম্বর নায়িকার সম্পত্তির পরিমাণও গগনচুম্বী। সংবাদ সংস্থা সূত্রে খবর, মাধুরীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।

বলিপাড়ার এক সময়ের পয়লা নম্বর নায়িকার সম্পত্তির পরিমাণও গগনচুম্বী। সংবাদ সংস্থা সূত্রে খবর, মাধুরীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।

১৩ ২০
ইদানীং বড় পর্দায় সে ভাবে মাধুরীকে দেখা না গেলেও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। শোনা যায়, বর্তমানে ছবিপিছু ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।

ইদানীং বড় পর্দায় সে ভাবে মাধুরীকে দেখা না গেলেও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। শোনা যায়, বর্তমানে ছবিপিছু ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।

১৪ ২০
বর্তমানে টেলিভিশনে বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায় দেখা যায় মাধুরীকে। রিয়্যালিটি শোয়ের এক একটা সিজ়নের জন্য নায়িকার পারিশ্রমিকের অঙ্ক ২৪-২৫ কোটি টাকা।

বর্তমানে টেলিভিশনে বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায় দেখা যায় মাধুরীকে। রিয়্যালিটি শোয়ের এক একটা সিজ়নের জন্য নায়িকার পারিশ্রমিকের অঙ্ক ২৪-২৫ কোটি টাকা।

১৫ ২০
পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় মাধুরীকে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ৮ কোটি টাকা।

পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় মাধুরীকে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ৮ কোটি টাকা।

১৬ ২০
কোটি কোটি টাকার মালকিন মাধুরী মহারাষ্ট্রের একটি গ্রাম দত্তক নিয়েছেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তাঁর ভূমিকা চোখে পড়ে।

কোটি কোটি টাকার মালকিন মাধুরী মহারাষ্ট্রের একটি গ্রাম দত্তক নিয়েছেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তাঁর ভূমিকা চোখে পড়ে।

১৭ ২০
 নতুন ফ্ল্যাট কেনার আগে মাধুরী থাকতেন মুম্বইয়ের লোখান্ডওয়ালার বিলাসবহুল বাড়িতে।

নতুন ফ্ল্যাট কেনার আগে মাধুরী থাকতেন মুম্বইয়ের লোখান্ডওয়ালার বিলাসবহুল বাড়িতে।

১৮ ২০
একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে মাধুরীর। তালিকায় রয়েছে অডি, টয়োটা ইনোভা ক্রিস্টা, রোলস রয়েস, স্কোডা র‌্যাপিডের গাড়ি।

একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে মাধুরীর। তালিকায় রয়েছে অডি, টয়োটা ইনোভা ক্রিস্টা, রোলস রয়েস, স্কোডা র‌্যাপিডের গাড়ি।

১৯ ২০
গত তিন বছরে মাধুরীর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশ।

গত তিন বছরে মাধুরীর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশ।

২০ ২০
ইদানীং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন মাধুরী। নেটফ্লিক্সে ‘দ্য ফেম গেম’-এর পর সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে নায়িকার নতুন ছবি ‘মাজা মা’। ৫৫ বছর বয়সেও রূপে-গুণে রীতিমতো হাল আমলের নায়িকাদের সঙ্গে টক্কর দিচ্ছেন ‘ধক ধক গার্ল’।

ইদানীং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন মাধুরী। নেটফ্লিক্সে ‘দ্য ফেম গেম’-এর পর সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে নায়িকার নতুন ছবি ‘মাজা মা’। ৫৫ বছর বয়সেও রূপে-গুণে রীতিমতো হাল আমলের নায়িকাদের সঙ্গে টক্কর দিচ্ছেন ‘ধক ধক গার্ল’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.