ব্লাঙ্কার পরিবার একটি নিখোঁজ ডায়েরি করে। মেক্সিকোর পুলিশ যোগাযোগ করে পেরু পুলিশের সঙ্গে। ইতিমধ্যে হুয়াচোর সমুদ্রসৈকতে এক মহিলার কাটা হাত উদ্ধার হয়। আঙুলে একটি আংটি ছিল। সেখান থেকে মেক্সিকো পুলিশের কাছে ওই ছবি পাঠায় পেরু পুলিশ। শনাক্তকরণের জন্য থানায় ডাকা হয় ব্লাঙ্কার পরিবারের সদস্যদের। আংটি দেখেই চিনতে পারেন তাঁরা। হাতটি ব্লাঙ্কারই।