Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Diamond

মধ্যপ্রদেশের কয়লা খনি থেকে মিলল হিরে, কত টাকায় বিক্রি হল জানেন?

৪২.৫৯ ক্যারেটের একটি ছোট্ট হিরে। আর তার দাম উঠল আড়াই কোটি টাকা! কোথায় পাওয়া গিয়েছে এই হিরে?

সংবাদ সংস্থা
পান্না শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৪
Share: Save:
০১ ০৮
৪২.৫৯ ক্যারেটের একটি ছোট্ট হিরে। আর তার দাম উঠল আড়াই কোটি টাকা! কোথায় পাওয়া গিয়েছে এই হিরে?

৪২.৫৯ ক্যারেটের একটি ছোট্ট হিরে। আর তার দাম উঠল আড়াই কোটি টাকা! কোথায় পাওয়া গিয়েছে এই হিরে?

০২ ০৮
মধ্যপ্রদেশের পান্না থেকে এই হিরের হদিশ মিলেছে। তবে এই হিরের পিছনে অন্য ঘটনাও রয়েছে।

মধ্যপ্রদেশের পান্না থেকে এই হিরের হদিশ মিলেছে। তবে এই হিরের পিছনে অন্য ঘটনাও রয়েছে।

০৩ ০৮
পান্নার কৃষ্ণকল্যাণপুর এলাকায় একটি কয়লা খনি লিজ নিয়েছিলেন মোতিলাল প্রজাপতি নাম এক ব্যক্তি। সেই খনি থেকেই মিলেছে এই হিরে। ঠিক কত টাকা পেলেন প্রজাপতি?

পান্নার কৃষ্ণকল্যাণপুর এলাকায় একটি কয়লা খনি লিজ নিয়েছিলেন মোতিলাল প্রজাপতি নাম এক ব্যক্তি। সেই খনি থেকেই মিলেছে এই হিরে। ঠিক কত টাকা পেলেন প্রজাপতি?

০৪ ০৮
পান্নার মাইনিং অ্যান্ড ডায়মন্ড অফিসার সন্তোষ সিংহ বলেন, কর এবং রয়্যালটি বাদ দিয়ে বাকি টাকা দেওয়া হবে প্রজাপতিকে। এই হিরে কিনলেন কে?

পান্নার মাইনিং অ্যান্ড ডায়মন্ড অফিসার সন্তোষ সিংহ বলেন, কর এবং রয়্যালটি বাদ দিয়ে বাকি টাকা দেওয়া হবে প্রজাপতিকে। এই হিরে কিনলেন কে?

০৫ ০৮
উত্তরপ্রদেশের ঝাঁসির এক বাসিন্দা রাহুল আগরওয়াল এই হিরে কিনেছেন স্থানীয় নিলাম ঘর থেকে।

উত্তরপ্রদেশের ঝাঁসির এক বাসিন্দা রাহুল আগরওয়াল এই হিরে কিনেছেন স্থানীয় নিলাম ঘর থেকে।

০৬ ০৮
এই নিলামে ছিল প্রায় ১৬০টি হিরে। সব মিলিয়ে প্রায় ২০৩ ক্যারেটের ওজনের হিরে ছিল এই নিলামে। তবে এখানেই শেষ নয়।

এই নিলামে ছিল প্রায় ১৬০টি হিরে। সব মিলিয়ে প্রায় ২০৩ ক্যারেটের ওজনের হিরে ছিল এই নিলামে। তবে এখানেই শেষ নয়।

০৭ ০৮
শনিবারেই ওই এলাকারই অন্য একটি খনি থেকে ১৮.১৩ ক্যারেটের একটি হিরে পেয়েছেন রাধেশ্যাম সোনি নামে এক ব্যক্তি।

শনিবারেই ওই এলাকারই অন্য একটি খনি থেকে ১৮.১৩ ক্যারেটের একটি হিরে পেয়েছেন রাধেশ্যাম সোনি নামে এক ব্যক্তি।

০৮ ০৮
পরবর্তীতে ওই হিরেটিকেও নিলামে তোলা হবে। পান্নায় প্রায় ১২ লক্ষ ক্যারেটের হিরে মজুত রয়েছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

পরবর্তীতে ওই হিরেটিকেও নিলামে তোলা হবে। পান্নায় প্রায় ১২ লক্ষ ক্যারেটের হিরে মজুত রয়েছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE