
পেশাগত সূত্রে আলাপ। সহ-অভিনেতার সঙ্গে প্রেম। এক দিকে সম্পর্ক নিয়ে কোনও ভবিষ্যৎ দেখতে ভয় পেতেন, অন্য দিকে শুটিংয়ের পর মত্ত অবস্থায় বাড়ি ফিরতেন। দিনের পর দিন নায়কের এমন আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন অভিনেত্রী নীতু কপূর। ফোন করে প্রেমিককে যখন বকাবকি করছেন, তখন ও পার থেকে ভেসে এসেছিল হবু শ্বশুরের কণ্ঠ। কিন্তু রাজের গলা চিনতে পারেননি নীতু। ঋষি কপূরের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ কপূরকেই বকুনি দিয়েছিলেন নায়িকা।