পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দাদের দাবি, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে একটাই নাম। তিনি আর কেউ নন, পাকিস্তানের ‘জিহাদি’ সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সন্ত্রাসবাদীদের সঙ্গে তাঁর কথোপকথনের প্রমাণও জাতীয় তদন্তকারী সংস্থার (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ) হাতে এসেছে বলে সূত্র মারফত মিলেছে খবর। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্র।
বছর ৫৭-র জেনারেল মুনিরের মাথায় ‘জিহাদ’-এর ভূত হঠাৎ করে চড়েছে, এমনটা নয়। ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর রিপোর্ট অনুযায়ী, ছোটবেলা থেকেই পাক সেনাপ্রধান মারাত্মক ভাবে ভারতবিদ্বেষী। রাওয়ালপিন্ডির ফৌজি সদর দফতরের শীর্ষপদ পেতে বহু বার ধর্মীয় তাস খেলেছেন তিনি। সেই কারণে এ দেশের গুপ্তচরদের কাছে মুনির একজন ‘জিহাদি জেনারেল’ ছাড়া আর কিছু নন।