ঋণের বেড়াজাল ক্রমশ ঘিরছে ইসলামাবাদকে। গলা পর্যন্ত দেনায় হাঁসফাঁস অবস্থা। পাকিস্তান সরকারেরই প্রকাশিত এক রিপোর্ট বলছে, গত অর্থবর্ষের (২০২৪-২০২৫) তুলনায় ১৩ শতাংশ ঋণ বৃদ্ধি পেয়েছে দেশটির। ২০২৫ অর্থবর্ষে ইসলামাবাদের ঋণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৮ হাজার ৬৮৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ ১৯ হাজার কোটি টাকারও বেশি)। অর্থবর্ষের প্রথম ন’মাসের একটি হিসাবের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে শাহবাজ় শরিফ সরকার।
সেই হিসাব বলছে, পাকিস্তানের বিভিন্ন ব্যাঙ্ক থেকে শাহবাজ় সরকারের ঋণ রয়েছে ৫১ লক্ষ ৫০ হাজার কোটি পাকিস্তানি রুপি। অন্য বিভিন্ন জায়গা থেকে তাদের ঋণ রয়েছে ২৪ লক্ষ ৫০ হাজার কোটি পাকিস্তানি রুপির। করোনা অতিমারির পরে ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার দাম অত্যধিক পড়ে গিয়েছিল। পাশাপাশি, ব্যাপক মুদ্রাস্ফীতি এবং জ্বালানির অভাবে ভুগছিল পাকিস্তান।