
ভদ্রতার মুখোশের আড়ালে মূর্তিমান শয়তান! সমাজসেবী-ব্যবসায়ী পরিচয় দিয়ে কোটি কোটি টাকার মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু এত পরিকল্পনা করেও শেষরক্ষা হল না। আদালতের রায়ে চরম সাজা হয়েছে তাঁর। জেলের কুঠুরির অন্ধকারে কাটবে তাঁর বাকি জীবন। নিজের পাপে ‘সুলতান’ থেকে পথের ভিখারি হয়ে যাওয়া কুখ্যাত এই মাফিয়ার সঙ্গে আবার নাম জড়িয়ে আছে সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানের।

আন্তর্জাতিক মাদক পাচারচক্রের অন্যতম বড় নাম আসিফ হাফিজ়। অন্ধকার জগতের সকলেই তাঁকে চেনে ‘সুলতান’ নামে। এ-হেন হাফিজ়ের মাদক সাম্রাজ্যের বিশালতা চমকে দেওয়ার মতো। আফগানিস্তানের আফিম খেত থেকে শুরু করে ইউরোপ এবং আফ্রিকা হয়ে তা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে দিতে সক্ষম হন তিনি। পরে অবশ্য আমেরিকার পুলিশই গ্রেফতার করে তাঁকে। চলতি বছরে ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ হাফিজ়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে সেখানকার আদালত।