পাকিস্তানকে ‘শিক্ষা’ দিতে নুর খান বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। কিন্তু, ওই ছাউনির মালিকানা কি আদৌ ইসলামাবাদের হাতে রয়েছে, না কি বহিরাগত কোনও শক্তির নিয়ন্ত্রণে রয়েছে সংশ্লিষ্ট বায়ুসেনা ঘাঁটি? পশ্চিমের প্রতিবেশী দেশটির এক নিরাপত্তা বিশেষজ্ঞর কথায় তুঙ্গে উঠেছে সেই জল্পনা। যদিও বিষয়টি নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি শাহবাজ় শরিফ সরকার বা রাওয়ালপিন্ডির সেনাকর্তারা।
পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞদের অন্যতম হলেন ইমতিয়াজ গুল। ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ়’-এর একজ়িকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে গুলকে নুর খান বায়ুসেনা ঘাঁটি নিয়ে একাধিক চমকপ্রদ তথ্য দিতে শোনা গিয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট ছাউনিটি নাকি মোটেই ইসলামাবাদের বিমানবাহিনীর নয়। এর মালিকানা রয়েছে আমেরিকার কাছে। ভাইরাল ভিডিয়োটির সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার ডট কম।