Advertisement
০৫ মে ২০২৪
Pathaan Box office Collection

তিন দিনে ৩০০ কোটি! বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘পাঠান’ কি টেক্কা দিচ্ছে হলিউডকেও?

বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। শুক্রবারের পর পরিসংখ্যান বলছে, বিশ্বের বাজারে নজির গড়ে ফেলেছে এই ছবি। প্রথম তিন দিনেই শাহরুখ খানের ‘পাঠান’ ছুঁয়েছে ৩০০ কোটির গণ্ডি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:০২
Share: Save:
০১ ১৮
বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে শাহরুখ খানের প্রত্যাবর্তনের ছবি ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করেছেন বলিউডের ‘বাদশা’। ছবির সাফল্যের ঘোড়া ছুটছে অপ্রতিরোধ্য মেজাজে।

বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে শাহরুখ খানের প্রত্যাবর্তনের ছবি ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করেছেন বলিউডের ‘বাদশা’। ছবির সাফল্যের ঘোড়া ছুটছে অপ্রতিরোধ্য মেজাজে।

০২ ১৮
বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। শুক্রবারের পর পরিসংখ্যান বলছে, বিশ্বের বাজারে ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। প্রথম তিন দিনেই ‘পাঠান’ ছুঁয়েছে ৩০০ কোটির গণ্ডি।

বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। শুক্রবারের পর পরিসংখ্যান বলছে, বিশ্বের বাজারে ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। প্রথম তিন দিনেই ‘পাঠান’ ছুঁয়েছে ৩০০ কোটির গণ্ডি।

০৩ ১৮
বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার— প্রথম তিন দিনই ছিল কাজের দিন। শনি এবং রবিবার সপ্তাহান্তের ছুটিতে ‘পাঠান’-এর রোজগার আরও বাড়তে পারে।

বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার— প্রথম তিন দিনই ছিল কাজের দিন। শনি এবং রবিবার সপ্তাহান্তের ছুটিতে ‘পাঠান’-এর রোজগার আরও বাড়তে পারে।

০৪ ১৮
শুক্রবারের পরিসংখ্যান বলছে, ভারতের বাজারে ‘পাঠান’-এর তৃতীয় দিনের আয় ৩৬ কোটি টাকা। প্রথম দু’দিনের চেয়ে যা বেশ কম। তবে বিশ্বের অন্যান্য প্রান্তের বক্স অফিসে তৃতীয় দিনে মন্দা ছিল না।

শুক্রবারের পরিসংখ্যান বলছে, ভারতের বাজারে ‘পাঠান’-এর তৃতীয় দিনের আয় ৩৬ কোটি টাকা। প্রথম দু’দিনের চেয়ে যা বেশ কম। তবে বিশ্বের অন্যান্য প্রান্তের বক্স অফিসে তৃতীয় দিনে মন্দা ছিল না।

০৫ ১৮
২৫ তারিখ মুক্তির দিন নজির গড়েছিল শাহরুখের এই ছবি। শুধু দেশেই ৫৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল ‘পাঠান’। বিশ্বের নিরিখে রোজগারের অঙ্ক প্রথম দিনেই পেরিয়েছিল ১০০ কোটির গণ্ডি।

২৫ তারিখ মুক্তির দিন নজির গড়েছিল শাহরুখের এই ছবি। শুধু দেশেই ৫৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল ‘পাঠান’। বিশ্বের নিরিখে রোজগারের অঙ্ক প্রথম দিনেই পেরিয়েছিল ১০০ কোটির গণ্ডি।

০৬ ১৮
দ্বিতীয় দিন ‘পাঠান’ ৭০ কোটি টাকার ব্যবসা করে ভারতের বাজারে। প্রজাতন্ত্র দিবসের ছুটি দ্বিতীয় দিনের ব্যবসায় শাপে বর হয়। বিশ্বের বক্স অফিসে দ্বিতীয় দিনের শেষে এই ছবির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।

দ্বিতীয় দিন ‘পাঠান’ ৭০ কোটি টাকার ব্যবসা করে ভারতের বাজারে। প্রজাতন্ত্র দিবসের ছুটি দ্বিতীয় দিনের ব্যবসায় শাপে বর হয়। বিশ্বের বক্স অফিসে দ্বিতীয় দিনের শেষে এই ছবির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।

০৭ ১৮
শুক্রবার কাজের দিন ‘পাঠান’-এর রোজগার দেশে কিছুটা কম হয়েছে। তৃতীয় দিনে ৩৬ কোটি টাকা আয় করেছে এই ছবি। অর্থাৎ, দেশের বাজারে তিন দিনে ‘পাঠান’-এর আয় ১৬০ কোটির বেশি।

শুক্রবার কাজের দিন ‘পাঠান’-এর রোজগার দেশে কিছুটা কম হয়েছে। তৃতীয় দিনে ৩৬ কোটি টাকা আয় করেছে এই ছবি। অর্থাৎ, দেশের বাজারে তিন দিনে ‘পাঠান’-এর আয় ১৬০ কোটির বেশি।

০৮ ১৮
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের হাত ধরে পুরোদস্তুর অ্যাকশন ছবিতে চার বছর পর ফিরেছেন শাহরুখ। এত দিন পর তাঁকে বড় পর্দায় দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের হাত ধরে পুরোদস্তুর অ্যাকশন ছবিতে চার বছর পর ফিরেছেন শাহরুখ। এত দিন পর তাঁকে বড় পর্দায় দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা।

০৯ ১৮
‘পাঠান’-এর বক্স অফিস সাফল্য যেন টেক্কা দিচ্ছে হলিউডের জনপ্রিয় কিছু ছবিকেও। উদাহরণ হিসাবে বলা যায়, ‘টাইটানিক’ (১৯৯৭) ছবিটি মুক্তির পর প্রথম তিন দিনে ২৩১ কোটি টাকার ব্যবসা করেছিল।

‘পাঠান’-এর বক্স অফিস সাফল্য যেন টেক্কা দিচ্ছে হলিউডের জনপ্রিয় কিছু ছবিকেও। উদাহরণ হিসাবে বলা যায়, ‘টাইটানিক’ (১৯৯৭) ছবিটি মুক্তির পর প্রথম তিন দিনে ২৩১ কোটি টাকার ব্যবসা করেছিল।

১০ ১৮
তার বছর তিনেক আগে অর্থাৎ, ১৯৯৪ সালে মুক্তি পায় ‘ফরেস্ট গাম্প’। এই ছবির প্রথম তিন দিনের মোট রোজগার ছিল প্রায় ২০০ কোটি টাকা।

তার বছর তিনেক আগে অর্থাৎ, ১৯৯৪ সালে মুক্তি পায় ‘ফরেস্ট গাম্প’। এই ছবির প্রথম তিন দিনের মোট রোজগার ছিল প্রায় ২০০ কোটি টাকা।

১১ ১৮
ওই বছরই জুন মাসে মুক্তি পায় ‘দ্য লায়ন কিং’। ছবিটি বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। এই ছবির প্রথম তিন দিনের মোট রোজগার ছিল ১৯৯ কোটি টাকা।

ওই বছরই জুন মাসে মুক্তি পায় ‘দ্য লায়ন কিং’। ছবিটি বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। এই ছবির প্রথম তিন দিনের মোট রোজগার ছিল ১৯৯ কোটি টাকা।

১২ ১৮
জনপ্রিয় হলিউড ছবি ‘বেবিস ডে আউট’ মুক্তির পর প্রথম তিন দিনে প্রায় ২৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

জনপ্রিয় হলিউড ছবি ‘বেবিস ডে আউট’ মুক্তির পর প্রথম তিন দিনে প্রায় ২৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

১৩ ১৮
পরিসংখ্যান অনুযায়ী ‘পাঠান’-এর টেক্কা দিচ্ছে হলিউডের এই জনপ্রিয় ছবিগুলির সঙ্গে। তবে মনে রাখতে হবে, এই ছবিগুলি নব্বই দশকের। টাকার দাম অনুসারে আয়ের অঙ্ক তখন কম হওয়াই স্বাভাবিক। কিন্তু এই তুলনার থেকে একটি ধারণা পাওয়া যায়।

পরিসংখ্যান অনুযায়ী ‘পাঠান’-এর টেক্কা দিচ্ছে হলিউডের এই জনপ্রিয় ছবিগুলির সঙ্গে। তবে মনে রাখতে হবে, এই ছবিগুলি নব্বই দশকের। টাকার দাম অনুসারে আয়ের অঙ্ক তখন কম হওয়াই স্বাভাবিক। কিন্তু এই তুলনার থেকে একটি ধারণা পাওয়া যায়।

১৪ ১৮
তবে এটাও মনে রাখতে হবে, হলিউডের সাম্প্রতিক জনপ্রিয় ছবিগুলিকে আয়ে টেক্কা দিতে পারেনি ‘পাঠান’। ‘অ্যাভেঞ্জার্স’ থেকে শুরু করে ‘অবতার’, ছবিগুলির মুক্তির পর দৈনিক রোজগার শাহরুখের ছবির চেয়ে অনেক বেশি। কিন্তু হলিউডেরই অন্য কিছু ছবির সঙ্গে পাঠানের তুলনা টানা যায়।

তবে এটাও মনে রাখতে হবে, হলিউডের সাম্প্রতিক জনপ্রিয় ছবিগুলিকে আয়ে টেক্কা দিতে পারেনি ‘পাঠান’। ‘অ্যাভেঞ্জার্স’ থেকে শুরু করে ‘অবতার’, ছবিগুলির মুক্তির পর দৈনিক রোজগার শাহরুখের ছবির চেয়ে অনেক বেশি। কিন্তু হলিউডেরই অন্য কিছু ছবির সঙ্গে পাঠানের তুলনা টানা যায়।

১৫ ১৮
ভারতের বাজারে অবশ্য নজির গড়ে ফেলেছে ‘পাঠান’। দেশের আর কোনও হিন্দি ছবি প্রথম তিন দিনে এত টাকা আয় করতে পারেনি। অন্য ভাষাতেও এই সাফল্যের নজির নেই।

ভারতের বাজারে অবশ্য নজির গড়ে ফেলেছে ‘পাঠান’। দেশের আর কোনও হিন্দি ছবি প্রথম তিন দিনে এত টাকা আয় করতে পারেনি। অন্য ভাষাতেও এই সাফল্যের নজির নেই।

১৬ ১৮
গত বছর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ ২’। এত দিন পর্যন্ত ভারতীয় ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে ছিল এই ছবি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিন দিনেই ‘কেজিএফ ২’-কে হারিয়ে দিয়েছে ‘পাঠান’।

গত বছর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ ২’। এত দিন পর্যন্ত ভারতীয় ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে ছিল এই ছবি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিন দিনেই ‘কেজিএফ ২’-কে হারিয়ে দিয়েছে ‘পাঠান’।

১৭ ১৮
প্রথম তিন দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৮ সালে অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘ঠাগস্‌ অফ হিন্দুস্তান’ ছবিটিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছিল। তৃতীয় দিনের শেষে দু’টি ছবিকেই ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’।

প্রথম তিন দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৮ সালে অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘ঠাগস্‌ অফ হিন্দুস্তান’ ছবিটিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছিল। তৃতীয় দিনের শেষে দু’টি ছবিকেই ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’।

১৮ ১৮
এ ছাড়াও, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ভারত’ কিংবা দক্ষিণের ‘বাহুবলী ২’ ছবির বক্স অফিসের নজির ফিকে হয়ে গিয়েছে ‘পাঠান’-এর সামনে। ৫৭ বছরের শাহরুখের ক্যারিশমা দেখতে দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে।

এ ছাড়াও, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ভারত’ কিংবা দক্ষিণের ‘বাহুবলী ২’ ছবির বক্স অফিসের নজির ফিকে হয়ে গিয়েছে ‘পাঠান’-এর সামনে। ৫৭ বছরের শাহরুখের ক্যারিশমা দেখতে দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE