Advertisement
২০ ডিসেম্বর ২০২৫
Birth Month Personality

কেউ জন্ম থেকেই নেতা, কেউ রহস্যপিপাসু, কেউ থাকেন তুরীয় মেজাজে! জন্মমাস বলে দেয় কার কেমন স্বভাব

হাতের পাঁচটি আঙুল যেমন সমান হয় না, তেমনই পৃথক পৃথক মানুষের আচরণও হয় ভিন্ন ভিন্ন। কিন্তু একই রাশির মানুষদের মধ্যে কিছু না কিছু মিল পাওয়া যায়। তেমনই একই মাসে জন্মানো মানুষদের মধ্যেও কিছু ব্যাপারে মিল থাকে।

বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ০৯:০৮
Share: Save:
০১ ১৫
Personality traits of people according to their birth month

এক জন মানুষের জন্মসংখ্যা, রাশি প্রভৃতির উপর নির্ভর করে উক্ত ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। অর্থাৎ, এক জন মানুষ কেমন প্রকৃতির হবেন সেটি অনেকটাই নির্ভর করে তাঁর রাশি ও জন্মসংখ্যার উপর।

০২ ১৫
Personality traits of people according to their birth month

হাতের পাঁচটি আঙুল যেমন সমান হয় না, তেমনই পৃথক পৃথক মানুষের আচার-আচরণও হয় ভিন্ন ভিন্ন। কিন্ত একই রাশির মানুষদের মধ্যে কিছু না কিছু মিল পাওয়া যায়। তেমনই একই মাসে জন্মানো মানুষদের মধ্যেও কিছু ব্যাপারে অল্প হলেও মিল থাকে।

০৩ ১৫
Personality traits of people according to their birth month

শাস্ত্রমতে, মাস অনুযায়ী কোনও কোনও মানুষ খুব সরল প্রকৃতির হন। কেউ কেউ আবার হন নির্ভীক। কেউ আবার বিপজ্জনক। একনজরে দেখে নেওয়া যাক কোন মাসে জন্মানো ব্যক্তির চরিত্র মোটামুটি কী রকম হয়।

০৪ ১৫
Personality traits of people according to their birth month

জানুয়ারি: বছরের প্রথম মাসে জন্মগ্রহণকারীরা ব্যক্তিরা বেশ একগুঁয়ে হন। অন্যদের মতামতের কাছে তাঁদের ইচ্ছাকে নত করেন না। কর্মক্ষেত্রেও তাঁদের আচরণবিধি হয় কঠোর। কারও সঙ্গে কথাও বলেন না বিশেষ। কাজ নিয়েই মেতে থাকেন। তাঁদের কাজের পথে কাউকে বাধা সৃষ্টিও করতে দেন না। জানুয়ারিতে জন্ম নেওয়া ব্যক্তিদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভাল হয়। তবে অন্যদের মতামতকে তাঁরা খুব বেশি আমল দেন না। খুব ভাল শিক্ষক হন জানুয়ারিতে জন্ম নেওয়া মানুষেরা।

০৫ ১৫
Personality traits of people according to their birth month

ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মাসে যাঁদের জন্ম, তাঁরা হন সৃজনশীল। বৌদ্ধিক আলাপ-আলোচনা করতে পছন্দ করেন। তবে বিদ্যাবুদ্ধি নেই, এমন মানুষদের থেকে তাঁরা দূরেই থাকেন। ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া মানুষেরা সাধারণত মুক্তমনা হন। জীবনের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি বেশ অনন্য। ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের নেশাও থাকে তাঁদের। প্রকৃতির সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারীরা। বন্ধু এবং প্রেমিক হিসাবেও খুব বিশ্বস্ত হন এঁরা।

০৬ ১৫
Personality traits of people according to their birth month

মার্চ: মার্চ মাসে যাঁরা জন্মান, তাঁরাও সৃজনশীল হন। এঁদের কল্পনাশক্তি হয় তুখোড়। এই ব্যক্তিরা সংযত এবং আত্মদর্শী। সাধারণত আত্মকেন্দ্রিক হন। নিজেদের নিয়েই থাকতে ভালবাসেন। এড়িয়ে চলেন কোলাহলপূর্ণ জায়গা। মার্চ মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে শিল্পীসত্তা থাকে। শিল্পের মাধ্যমেই আবেগ প্রকাশ করেন। সাধারণত একা থাকতে পছন্দ করেন এঁরা। বাইরে থেকে চুপচাপ হলেও ভিতরে ভিতরে দয়ালু, কোমল এবং সহানুভূতিশীল হন মার্চে জন্মানো ব্যক্তিরা।

০৭ ১৫
Personality traits of people according to their birth month

এপ্রিল: এপ্রিলে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সকলের দৃষ্টি আকর্ষণ করতে ভালবাসেন। অন্যদের উপর প্রভাব খাটাতে পারেন খুব সহজে। অন্য কারও কর্তৃত্ব মেনে নেন না। মন সরল হলেও তুরীয় মেজাজের অধিকারী হন এপ্রিলে জন্ম নেওয়া ব্যক্তিরা। ঠোঁটকাটা স্বভাবেরও হন। কোনও কাজ ভেবে করেন না। এপ্রিলে জন্ম নেওয়া ব্যক্তিরা এতটাই আকর্ষণীয় হন যে তাঁরা বন্ধুর পাশাপাশি শত্রুদেরও আকর্ষণ করেন।

০৮ ১৫
Personality traits of people according to their birth month

মে: মে মাসে জন্মগ্রহণকারীরা প্রভূত প্রতিভার অধিকারী হন। অনেক প্রতিভাবান সঙ্গীতশিল্পী এবং অভিনেতার জন্ম মে মাসে। এঁরা খুব সামাজিক হন। চট করে বন্ধু পাতাতে এঁদের জুড়ে মেলা ভার। মজা করতেও খুব ভালবাসেন এঁরা। তবে মে মাসে যাঁদের জন্ম তাঁরা খুব চঞ্চলও হন। খুব সহজেই ধৈর্য হারান এঁরা। ঘন ঘন মতামত পাল্টেও ফেলেন।

০৯ ১৫
Personality traits of people according to their birth month

জুন: জুনে জন্ম নেওয়া ব্যক্তিরা অত্যন্ত সংবেদনশীল হন। মানুষকে ভালবাসতে জানেন এঁরা। তবে বেশি কথা বলতে পছন্দ করেন না। জুন মাসে জন্মগ্রহণকারীরা মূলত দূরদর্শী হন। এঁরা মানুষের আবেগের কদর করেন, সহানুভূতিশীল হন। তবে সঙ্গীদের উপর অধিকারবোধ ফলানোর ক্ষেত্রেও অন্যদের থেকে এক কাঠি উপরে জুনে জন্ম নেওয়া মানুষেরা।

১০ ১৫
Personality traits of people according to their birth month

জুলাই: জুলাই মাসে জন্মগ্রহণকারীরা মূলত সাহসী, দয়ালু এবং সহানুভূতিশীল হন। তবে তাঁদের মন বোঝা বড় কঠিন। হাসিখুশি থাকতে থাকতেই রেগে যান হঠাৎ করে। এঁরা খুব বন্ধুবৎসল হন। তবে সব সময় নাগালের মধ্যে থাকেন না। মেজাজও তুঙ্গে থাকে। জুলাই মাসে জন্ম নেওয়া ব্যক্তিরা খুব অল্পতেই কষ্ট পান। হতাশাগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে এঁদের।

১১ ১৫
Personality traits of people according to their birth month

অগস্ট: অগস্টে জন্মগ্রহণকারীদের সমাজসেবা করার প্রবণতা থাকে। স্বভাবগত দিক থেকে দয়ালু হন। পারিবারিক মূল্যবোধকে রাখেন সবার উপরে। পরোপকারী এবং আধ্যাত্মিক মানুষদের সান্নিধ্যেই থাকতে বেশি পছন্দ করেন অগস্টে জন্ম নেওয়া মানুষেরা। পরিশ্রমী স্বভাবের কারণে প্রচুর উপার্জনও করেন। অর্থ নিয়ে বিশেষ ভাবতে হয় না এঁদের।

১২ ১৫
Personality traits of people according to their birth month

সেপ্টেম্বর: সেপ্টেম্বরে জন্ম নেওয়া ব্যক্তিরা হন বুদ্ধিমান এবং আধ্যাত্মিক। সব কাজ খুব ভেবেচিন্তে করেন এঁরা। প্রতিভাবানও হন। তবে সমালোচনা সহ্য করতে পারেন না সেপ্টেম্বরে জন্মগ্রহণকারীরা। অল্পতেই বিষণ্ণ হয়ে পড়েন।

১৩ ১৫
Personality traits of people according to their birth month

অক্টোবর: অক্টোবর মাসে জন্মগ্রহণকারী হন সৌভাগ্যের অধিকারী। ভাগ্য সব সময় সহায় হয় এঁদের। সর্বদা নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন এঁরা। এঁদের সঙ্গে তর্কে জেতা খুব কঠিন। প্রচণ্ড পরিশ্রমীও হন। তবে খুব প্রতিশোধপরায়ণও হন অক্টোবর মাসে জন্ম নেওয়া ব্যক্তিরা। শিল্প এবং সাহিত্যের প্রতি এঁদের প্রেম চোখে পড়ার মতো। অক্টোবরে জন্মানো মানুষেরা সৎ হন। কোনও কিছু নিয়ে ভণিতা করা এঁদের স্বভাববিরুদ্ধ।

১৪ ১৫
Personality traits of people according to their birth month

নভেম্বর: নভেম্বরে জন্মানো মানুষেরা হন সহানুভূতিশীল এবং আশাবাদী। কোনও কিছুর খারাপের থেকে ভাল দিক অন্বেষণ করতে বেশি পছন্দ করেন এঁরা। বুদ্ধির দিক থেকে তীক্ষ্ণ এবং মনের দিক থেকে উদার হন। তবে আবেগের উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না নভেম্বরে জন্মগ্রহণকারীরা।

১৫ ১৫
Personality traits of people according to their birth month

ডিসেম্বর: সঙ্গী হিসাবে খাঁটি হন বছরের শেষ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা। ডিসেম্বরে জন্ম নেওয়া মানুষেরা বন্ধু অন্তপ্রাণ হন। ভালবাসার মানুষটির জন্য ঝুঁকি নিতেও দ্বিধা বোধ করেন না। নিয়মের গণ্ডিতে বেঁধে রাখা যায় না এঁদের। আবার চাকরি পাওয়ার ক্ষেত্রে ভাগ্য সহায় হয় ডিসেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের।

—প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy