‘ব্রহ্মস’-এর পর এ বার ‘প্রলয়’। সামরিক শক্তিবৃদ্ধিতে আরও একটি ভারতীয় ক্ষেপণাস্ত্রকে ‘পাখির চোখ’ করেছে ফিলিপিন্স। সূত্রের খবর, সংশ্লিষ্ট মারণাস্ত্রটি আমদানি করতে নয়াদিল্লির সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চালাচ্ছে ম্যানিলা। শেষ পর্যন্ত এই প্রতিরক্ষা চুক্তি হয়ে গেলে চিনের ‘পিপল্স লিবারেশন আর্মি’ বা পিএলএ নৌসেনার রক্তচাপ যে কয়েক গুণ বাড়বে, তা বলাই বাহুল্য। কারণ, বেজিঙের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটির রয়েছে দীর্ঘ সীমান্তবিবাদ।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চলতি বছরের জুলাইয়ের একেবারে শেষের দিকে ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র আমদানির ব্যাপারে আগ্রহ দেখায় ফিলিপিন্সের ফৌজ। এর পরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় আলোচনা। ম্যানিলার সেনাকর্তাদের বক্তব্য, এতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বজায় থাকবে শক্তির ভারসাম্য। তবে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটির কতগুলি ইউনিট দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটি চাইছে, তা অবশ্য প্রকাশ্যে আসেনি। জানা যায়নি সম্ভাব্য চুক্তির আর্থিক দিকটিও।