জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাস্তায় জ্বালানি ভরতে সাইপ্রাসে থামবে তাঁর বিমান। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্রের সঙ্গে ‘পাকিস্তান-প্রেমী’ তুরস্কের সম্পর্ক ‘আদায়-কাঁচকলা’য়। ২৩ বছর পর সেখানে তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পা পড়বে মোদীর। তাঁর এ হেন ‘কূটনৈতিক চালে’ অটোমান সাম্রাজ্যের স্বপ্ন দেখা আঙ্কারার রক্তচাপ যে কয়েক গুণ বৃদ্ধি পেল, তা বলাই বাহুল্য।
‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে চলা ‘যুদ্ধে’ পাকিস্তানের পাশে ছিল তুরস্ক। আঙ্কারার ড্রোনে উত্তর এবং পশ্চিম ভারতের একাধিক সেনাছাউনিকে নিশানা করে ইসলামাবাদ। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলিকে শূন্যেই ধ্বংস করে নয়াদিল্লি। এর পর চলতি বছরের ১০ মে দু’পক্ষের মধ্যে সংঘর্ষবিরতি হলে ‘পাক-প্রেমী’ তুরস্ককে ‘সাজা’ দিতে পর পর বেশ কিছু পদক্ষেপ করে মোদী সরকার।