Advertisement
০৫ মে ২০২৪
Adipurush

পরিচালকের সিদ্ধান্তের প্রতিবাদ, ‘আদিপুরুষ’কে আরও বড় ক্ষতির হাত থেকে বাঁচান প্রভাস

বলিপাড়া সূত্রে খবর, ‘আদিপুরুষ’ ছবির কাজ শেষ করার পর ওম সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেন। সব দৃশ্য শুট করার পরে ছবিটি দু’ভাগে মুক্তির পরিকল্পনা করছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১০:২১
Share: Save:
০১ ১৫
বাজেটের অঙ্ক ৫০০ কোটি টাকা ছুঁয়েছে। প্রায় ৩ ঘণ্টা দৈর্ঘ্যের ছবি। ছবিমুক্তির আগে তো বটেই, মুক্তির পরেও বিতর্ক-সমালোচনা-আলোচনা ছাড়ল না ‘আদিপুরুষ’কে। ১৬ জুন মুক্তির পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ওম রাউত পরিচালিত ছবিটিকে ঘিরে বিতর্ক যেন জোঁকের মতো আরও চেপে বসছে।

বাজেটের অঙ্ক ৫০০ কোটি টাকা ছুঁয়েছে। প্রায় ৩ ঘণ্টা দৈর্ঘ্যের ছবি। ছবিমুক্তির আগে তো বটেই, মুক্তির পরেও বিতর্ক-সমালোচনা-আলোচনা ছাড়ল না ‘আদিপুরুষ’কে। ১৬ জুন মুক্তির পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ওম রাউত পরিচালিত ছবিটিকে ঘিরে বিতর্ক যেন জোঁকের মতো আরও চেপে বসছে।

০২ ১৫
সংলাপ, দুর্বল গ্রাফিক এবং পৌরাণিক চরিত্রের অদ্ভুত বেশভূষা নিয়ে সমালোচনার মাঝেই প্রকাশ্যে এল এক নতুন তথ্য। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, প্রভাস নাকি ‘আদিপুরুষ’কে আরও বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন।

সংলাপ, দুর্বল গ্রাফিক এবং পৌরাণিক চরিত্রের অদ্ভুত বেশভূষা নিয়ে সমালোচনার মাঝেই প্রকাশ্যে এল এক নতুন তথ্য। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, প্রভাস নাকি ‘আদিপুরুষ’কে আরও বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন।

০৩ ১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘আদিপুরুষ’ ছবির কাজ শেষ করার পর ওম সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেন। সব দৃশ্য শুট করে কাঁচি চালানোর পরেও ছবির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিটে গিয়ে দাঁড়ায়।

বলিপাড়া সূত্রে খবর, ‘আদিপুরুষ’ ছবির কাজ শেষ করার পর ওম সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেন। সব দৃশ্য শুট করে কাঁচি চালানোর পরেও ছবির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিটে গিয়ে দাঁড়ায়।

০৪ ১৫
দর্শক এত দীর্ঘ ছবি দেখবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলেন ওম। তিনি ভেবেছিলেন দেড় ঘণ্টার ছবি হলে দর্শকের ধৈর্য্যচ্যুতি ঘটার সম্ভাবনা থাকবে না। তাই ‘আদিপুরুষ’ ছবিটিকে দু’ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওম।

দর্শক এত দীর্ঘ ছবি দেখবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলেন ওম। তিনি ভেবেছিলেন দেড় ঘণ্টার ছবি হলে দর্শকের ধৈর্য্যচ্যুতি ঘটার সম্ভাবনা থাকবে না। তাই ‘আদিপুরুষ’ ছবিটিকে দু’ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওম।

০৫ ১৫
‘আদিপুরুষ’ ছবিতে আরও কয়েকটি দৃশ্য যোগ করার কথা ভাবেন ওম। তিনি ঠিক করেন আরও কয়েক দিন পুরো দলকে নিয়ে শুটিং করবেন।

‘আদিপুরুষ’ ছবিতে আরও কয়েকটি দৃশ্য যোগ করার কথা ভাবেন ওম। তিনি ঠিক করেন আরও কয়েক দিন পুরো দলকে নিয়ে শুটিং করবেন।

০৬ ১৫
তার পর ‘আদিপুরুষ ১’ এবং ‘আদিপুরুষ ২’— দুই পর্বে ছবি মুক্তির ভাবনাচিন্তা শুরু করেছিলেন ওম। প্রভাসের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন পরিচালক।

তার পর ‘আদিপুরুষ ১’ এবং ‘আদিপুরুষ ২’— দুই পর্বে ছবি মুক্তির ভাবনাচিন্তা শুরু করেছিলেন ওম। প্রভাসের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন পরিচালক।

০৭ ১৫
ওমের পরিকল্পনা শোনার পর বিন্দুমাত্র অপেক্ষা না করে পরিচালককে মানা করে দেন প্রভাস। দুই পর্বে ছবিমুক্তির সিদ্ধান্তে যে অভিনেতার মত নেই, তা ওমকে জানান প্রভাস।

ওমের পরিকল্পনা শোনার পর বিন্দুমাত্র অপেক্ষা না করে পরিচালককে মানা করে দেন প্রভাস। দুই পর্বে ছবিমুক্তির সিদ্ধান্তে যে অভিনেতার মত নেই, তা ওমকে জানান প্রভাস।

০৮ ১৫
প্রভাস কেন দুই পর্বে ছবিমুক্তির সিদ্ধান্তে রাজি হচ্ছিলেন না, তা বুঝতে পারছিলেন না ওম। পরিচালক প্রভাসকে জানান বাকি দৃশ্য শুট করতে এক মাসের মতো অতিরিক্ত সময় লাগবে।

প্রভাস কেন দুই পর্বে ছবিমুক্তির সিদ্ধান্তে রাজি হচ্ছিলেন না, তা বুঝতে পারছিলেন না ওম। পরিচালক প্রভাসকে জানান বাকি দৃশ্য শুট করতে এক মাসের মতো অতিরিক্ত সময় লাগবে।

০৯ ১৫
শুটিংয়ের পুরো দল যখন এক জায়গায় রয়েছেন, তখন বাকি দৃশ্যগুলি একবারেই শুট করে নিতে চাইছিলেন ওম। কিন্তু প্রভাস তাতে বেঁকে বসেন।

শুটিংয়ের পুরো দল যখন এক জায়গায় রয়েছেন, তখন বাকি দৃশ্যগুলি একবারেই শুট করে নিতে চাইছিলেন ওম। কিন্তু প্রভাস তাতে বেঁকে বসেন।

১০ ১৫
কারণ জিজ্ঞাসা করায় প্রভাস জানান, দুই পর্বে ছবির মুক্তি ঘটলে আদতে ক্ষতিই হবে ওমের। অতিরিক্ত দৃশ্য শুট করলে বাজেটও বৃদ্ধি পাবে বলে জানান প্রভাস।

কারণ জিজ্ঞাসা করায় প্রভাস জানান, দুই পর্বে ছবির মুক্তি ঘটলে আদতে ক্ষতিই হবে ওমের। অতিরিক্ত দৃশ্য শুট করলে বাজেটও বৃদ্ধি পাবে বলে জানান প্রভাস।

১১ ১৫
আনুমানিক হিসাব করে দেখা যায়, ছবি যদি দুই পর্বে মুক্তি পায় তবে বাজেটের পরিমাণ ১০০০ কোটির ঘরে পৌঁছে যেতে পারে, যা জোগাড় করা বেশ কঠিন।

আনুমানিক হিসাব করে দেখা যায়, ছবি যদি দুই পর্বে মুক্তি পায় তবে বাজেটের পরিমাণ ১০০০ কোটির ঘরে পৌঁছে যেতে পারে, যা জোগাড় করা বেশ কঠিন।

১২ ১৫
দুই পর্বে ভাগ করার চেয়ে প্রভাস ‘আদিপুরুষ’ ছবির দৈর্ঘ্য কমানোর অনুরোধ করেন ওমকে। কাঁটছা়ট করে এই ছবির দৈর্ঘ্য কমিয়েই মুক্তিলাভের কথা অভিনেতা জানান পরিচালককে।

দুই পর্বে ভাগ করার চেয়ে প্রভাস ‘আদিপুরুষ’ ছবির দৈর্ঘ্য কমানোর অনুরোধ করেন ওমকে। কাঁটছা়ট করে এই ছবির দৈর্ঘ্য কমিয়েই মুক্তিলাভের কথা অভিনেতা জানান পরিচালককে।

১৩ ১৫
শেষ পর্যন্ত প্রভাসের কথায় রাজি হন ওম। আরও ২০ মিনিটের মতো দৃশ্যে কাঁচি চালিয়ে এক পর্বেই ছবিমুক্তির সিদ্ধান্ত নেন পরিচালক।

শেষ পর্যন্ত প্রভাসের কথায় রাজি হন ওম। আরও ২০ মিনিটের মতো দৃশ্যে কাঁচি চালিয়ে এক পর্বেই ছবিমুক্তির সিদ্ধান্ত নেন পরিচালক।

১৪ ১৫
প্রভাস যে ওমের পরিকল্পনায় রাজি হননি সে কথা বলিপাড়ায় জানাজানি হওয়ায় অধিকাংশ অভিনেতা প্রশংসা করেছেন। তাঁদের দাবি, প্রভাস যদি পরিচালকের সঙ্গে একমত হতেন তা হলে আরও বড় ক্ষতির মুখ দেখতে হত ছবি নির্মাতাদের। আরও বেশি করে বিতর্কে জড়িয়ে পড়ত ‘আদিপুরুষ’।

প্রভাস যে ওমের পরিকল্পনায় রাজি হননি সে কথা বলিপাড়ায় জানাজানি হওয়ায় অধিকাংশ অভিনেতা প্রশংসা করেছেন। তাঁদের দাবি, প্রভাস যদি পরিচালকের সঙ্গে একমত হতেন তা হলে আরও বড় ক্ষতির মুখ দেখতে হত ছবি নির্মাতাদের। আরও বেশি করে বিতর্কে জড়িয়ে পড়ত ‘আদিপুরুষ’।

১৫ ১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘আদিপুরুষ’ ছবির ডিজিটাল স্বত্ব ২৫০ কোটি টাকার বিনিময়ে কিনেছে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো। এমনকি এই ছবির তেলুগু সংস্করণও ১৮৫ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বলে শোনা যাচ্ছে।

বলিপাড়া সূত্রে খবর, ‘আদিপুরুষ’ ছবির ডিজিটাল স্বত্ব ২৫০ কোটি টাকার বিনিময়ে কিনেছে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো। এমনকি এই ছবির তেলুগু সংস্করণও ১৮৫ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বলে শোনা যাচ্ছে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE