Advertisement
০৪ মে ২০২৪
Chandrayaan-3 Pragyan Rover

ছ’চাকায় গুটি গুটি হাঁটি হাঁটি পা পা, কী ভাবে এখন কাজ করছে ইসরোর পাঠানো রোভার?

বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে পা রাখে ল্যান্ডার বিক্রম। বৃহস্পতিবার ভোরে ল্যান্ডার থেকে মাটিতে নেমে আসে রোভার প্রজ্ঞান। তার পরেই ধীরে ধীরে কাজ শুরু করে সে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ১১:২৮
Share: Save:
০১ ১৬
চাঁদে ভোর হতেই ল্যান্ডার ‘বিক্রম’-এর দরজা খুলে বেরিয়ে এসেছিল সে। অভিযাত্রী যান ‘প্রজ্ঞান’। তার পর গুটি গুটি পায়ে শুরু করে দিয়েছিল নিজের কাজ। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানিয়েছে, সময়েই চলছে চন্দ্রযান-৩ অভিযান। সমস্ত যন্ত্র প্রত্যাশিত এবং স্বাভাবিক ভাবেই কাজ করছে।

চাঁদে ভোর হতেই ল্যান্ডার ‘বিক্রম’-এর দরজা খুলে বেরিয়ে এসেছিল সে। অভিযাত্রী যান ‘প্রজ্ঞান’। তার পর গুটি গুটি পায়ে শুরু করে দিয়েছিল নিজের কাজ। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানিয়েছে, সময়েই চলছে চন্দ্রযান-৩ অভিযান। সমস্ত যন্ত্র প্রত্যাশিত এবং স্বাভাবিক ভাবেই কাজ করছে।

০২ ১৬
বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে পা রাখে ল্যান্ডার বিক্রম। চাঁদে ভোর হতেই ল্যান্ডার থেকে মাটিতে নেমে আসে রোভার প্রজ্ঞান। তার পরেই ধীরে ধীরে কাজ শুরু করে সে।

বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে পা রাখে ল্যান্ডার বিক্রম। চাঁদে ভোর হতেই ল্যান্ডার থেকে মাটিতে নেমে আসে রোভার প্রজ্ঞান। তার পরেই ধীরে ধীরে কাজ শুরু করে সে।

০৩ ১৬
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, পরের ১৪ দিন এই রোভার চাঁদের খনিজের গঠন, ভূকম্পনজনিত কার্যকলাপ পরীক্ষা করবে।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, পরের ১৪ দিন এই রোভার চাঁদের খনিজের গঠন, ভূকম্পনজনিত কার্যকলাপ পরীক্ষা করবে।

০৪ ১৬
বৃহস্পতিবার সকালে ইসরোর তরফে এক্স (টুইটার) হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, ভারতে তৈরি তৃতীয় চন্দ্রযানের রোভার ল্যান্ডার থেকে নেমেছে এবং চাঁদের বুকে হাঁটা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইসরোর তরফে এক্স (টুইটার) হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, ভারতে তৈরি তৃতীয় চন্দ্রযানের রোভার ল্যান্ডার থেকে নেমেছে এবং চাঁদের বুকে হাঁটা শুরু হয়েছে।

০৫ ১৬
রোভার বিক্রমের তোলা চাঁদের পৃষ্ঠের বেশ কিছু ছবি, ভিডিয়োও পোস্ট করে ইসরো। বৃহস্পতিবার সকাল ৭টায় রোভারের ল্যান্ডার থেকে নেমে আসার খবর পোস্ট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লেখেন, চন্দ্রযান-৩ সাফল্যের আরও একটা ধাপ পেরিয়ে গিয়েছে। প্রজ্ঞান চাঁদের কী তথ্য জোগাড় করে আনে, তা জানতে বাকি দেশবাসী এবং বিজ্ঞানীদের মতোই আগ্রহী তিনি।

রোভার বিক্রমের তোলা চাঁদের পৃষ্ঠের বেশ কিছু ছবি, ভিডিয়োও পোস্ট করে ইসরো। বৃহস্পতিবার সকাল ৭টায় রোভারের ল্যান্ডার থেকে নেমে আসার খবর পোস্ট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লেখেন, চন্দ্রযান-৩ সাফল্যের আরও একটা ধাপ পেরিয়ে গিয়েছে। প্রজ্ঞান চাঁদের কী তথ্য জোগাড় করে আনে, তা জানতে বাকি দেশবাসী এবং বিজ্ঞানীদের মতোই আগ্রহী তিনি।

০৬ ১৬
বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ইসরোর এক্স হ্যান্ডলে আরও একটি পোস্ট দেয়। সেখানেই জানায়, সব কাজ সময়মতো চলছে। সব যন্ত্র স্বাভাবিক।

বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ইসরোর এক্স হ্যান্ডলে আরও একটি পোস্ট দেয়। সেখানেই জানায়, সব কাজ সময়মতো চলছে। সব যন্ত্র স্বাভাবিক।

০৭ ১৬
ইসরোর চেয়ারম্যান সোমনাথ পিটিআইকে জানান, রোভারে রয়েছে দু’টি যন্ত্র। ল্যান্ডারে রয়েছে তিনটি। এই যন্ত্রগুলি চাঁদের খনিজের গঠন, পরিবেশ, ভূকম্পনগত কার্যকলাপ পরখ করবে।

ইসরোর চেয়ারম্যান সোমনাথ পিটিআইকে জানান, রোভারে রয়েছে দু’টি যন্ত্র। ল্যান্ডারে রয়েছে তিনটি। এই যন্ত্রগুলি চাঁদের খনিজের গঠন, পরিবেশ, ভূকম্পনগত কার্যকলাপ পরখ করবে।

০৮ ১৬
সোমনাথ এ-ও জানিয়েছেন, চাঁদের যে জায়গাকে চিহ্নিত করা হয়েছিল, সেখানেই নেমেছে ‘বিক্রম’। চাঁদের দক্ষিণ মেরুতে ৪.৫ কিলোমিটার দীর্ঘ এবং ২.৫ কিলোমিটার প্রশস্ত একটি এলাকায় ল্যান্ডার অবতরণ করবে বলে চিহ্নিত করা হয়েছিল। সেই এলাকার ৩০০ মিটারের মধ্যেই অবতরণ করেছে ল্যান্ডার।

সোমনাথ এ-ও জানিয়েছেন, চাঁদের যে জায়গাকে চিহ্নিত করা হয়েছিল, সেখানেই নেমেছে ‘বিক্রম’। চাঁদের দক্ষিণ মেরুতে ৪.৫ কিলোমিটার দীর্ঘ এবং ২.৫ কিলোমিটার প্রশস্ত একটি এলাকায় ল্যান্ডার অবতরণ করবে বলে চিহ্নিত করা হয়েছিল। সেই এলাকার ৩০০ মিটারের মধ্যেই অবতরণ করেছে ল্যান্ডার।

০৯ ১৬
রোভার প্রজ্ঞানের চাঁদের মাটি ছোঁয়ার ভিডিয়োও প্রকাশ করেছে ইসরো। ল্যান্ডার বিক্রমের পেট থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে নামল রোভার প্রজ্ঞান। আর সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি এবং ভিডিয়ো তুলল ল্যান্ডার বিক্রম। সেই ছবি ইসরোর কাছে পৌঁছতেই তারা এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো শেয়ার করেছে।

রোভার প্রজ্ঞানের চাঁদের মাটি ছোঁয়ার ভিডিয়োও প্রকাশ করেছে ইসরো। ল্যান্ডার বিক্রমের পেট থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে নামল রোভার প্রজ্ঞান। আর সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি এবং ভিডিয়ো তুলল ল্যান্ডার বিক্রম। সেই ছবি ইসরোর কাছে পৌঁছতেই তারা এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো শেয়ার করেছে।

১০ ১৬
এই অভিযাত্রী প্রজ্ঞান, যার উপর অনেকটাই নির্ভর করছে তৃতীয় চন্দ্রযানের সাফল্য, তার আকার শপিং করার ট্রলির মতোই। অর্থাৎ, আকারে বেশ ছোটোখাটো। এর ওজন ২৬ কেজি।

এই অভিযাত্রী প্রজ্ঞান, যার উপর অনেকটাই নির্ভর করছে তৃতীয় চন্দ্রযানের সাফল্য, তার আকার শপিং করার ট্রলির মতোই। অর্থাৎ, আকারে বেশ ছোটোখাটো। এর ওজন ২৬ কেজি।

১১ ১৬
প্রজ্ঞানের দৈর্ঘ্য ৩৬ ইঞ্চি। এক দিকে রয়েছে সৌর প্যানেল। প্রজ্ঞানের ভিতর ছোট ব্যাটারি থাকলেও প্রাথমিক ভাবে এই সৌর প্যানেলের মাধ্যমেই শক্তি সঞ্চয় করে সে। এই সোলার প্যানেল ৫০ ওয়াট শক্তি উৎপাদন করতে পারে। বাকি শক্তি আসে এর ভিতরে থাকা বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে। বৈদ্যুতিন যন্ত্র কাজ করা শুরু হলে শক্তি উৎপাদন শুরু হয়।

প্রজ্ঞানের দৈর্ঘ্য ৩৬ ইঞ্চি। এক দিকে রয়েছে সৌর প্যানেল। প্রজ্ঞানের ভিতর ছোট ব্যাটারি থাকলেও প্রাথমিক ভাবে এই সৌর প্যানেলের মাধ্যমেই শক্তি সঞ্চয় করে সে। এই সোলার প্যানেল ৫০ ওয়াট শক্তি উৎপাদন করতে পারে। বাকি শক্তি আসে এর ভিতরে থাকা বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে। বৈদ্যুতিন যন্ত্র কাজ করা শুরু হলে শক্তি উৎপাদন শুরু হয়।

১২ ১৬
প্রজ্ঞান চলে খুব ধীর গতিতে। এর গতি এক সেকেন্ডে এক সেন্টিমিটার। ঘণ্টায় ০.০৩৬ কিলোমিটার।

প্রজ্ঞান চলে খুব ধীর গতিতে। এর গতি এক সেকেন্ডে এক সেন্টিমিটার। ঘণ্টায় ০.০৩৬ কিলোমিটার।

১৩ ১৬
প্রজ্ঞানের সামনে রয়েছে বেশ কয়েকটি নেভিগেশন ক্যামেরা। সেই ক্যামেরার মাধ্যমেই সামনের পথ দেখতে পায় সে।

প্রজ্ঞানের সামনে রয়েছে বেশ কয়েকটি নেভিগেশন ক্যামেরা। সেই ক্যামেরার মাধ্যমেই সামনের পথ দেখতে পায় সে।

১৪ ১৬
প্রজ্ঞান কিন্তু  পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। প্রয়োজনে পৃথিবী থেকে ইসরো তাকে নির্দেশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে। ল্যান্ডার বিক্রমের মাধ্যমে প্রজ্ঞানকে নির্দেশ পাঠায় ইসরো। তাই বিক্রমের ৫০০ মিটার চৌহদ্দির মধ্যেই সব সময় ঘোরাফেরা করবে প্রজ্ঞান। এমন ভাবেই তৈরি করা হয়েছে। নয়তো নির্দেশ পাবে না সে।

প্রজ্ঞান কিন্তু পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। প্রয়োজনে পৃথিবী থেকে ইসরো তাকে নির্দেশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে। ল্যান্ডার বিক্রমের মাধ্যমে প্রজ্ঞানকে নির্দেশ পাঠায় ইসরো। তাই বিক্রমের ৫০০ মিটার চৌহদ্দির মধ্যেই সব সময় ঘোরাফেরা করবে প্রজ্ঞান। এমন ভাবেই তৈরি করা হয়েছে। নয়তো নির্দেশ পাবে না সে।

১৫ ১৬
চাঁদের মাটি পাথুরে। এবড়ো-খেবড়ো। তাতে হোঁচট খেয়ে প্রজ্ঞান যাতে পড়ে না যায়, সে কারণে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ছয় চাকা বিশিষ্ট এই রোভার। পাথরের উপর দিয়ে চলার সময় বাকি অংশকে স্থির রেখেই এক একটি চাকা উপরে ওঠে বা নীচে নামে।

চাঁদের মাটি পাথুরে। এবড়ো-খেবড়ো। তাতে হোঁচট খেয়ে প্রজ্ঞান যাতে পড়ে না যায়, সে কারণে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ছয় চাকা বিশিষ্ট এই রোভার। পাথরের উপর দিয়ে চলার সময় বাকি অংশকে স্থির রেখেই এক একটি চাকা উপরে ওঠে বা নীচে নামে।

১৬ ১৬
চাঁদের মাটিতে ১৪ দিন ধরে নিজের কাজ চালাবে চন্দ্রযান-৩। এই ১৪ দিনের কাজ শেষ হলে কী হবে? জিনিসপত্র গুছিয়ে কি আবার ঘরে ফিরবে চন্দ্রযান-৩? ইসরো জানিয়েছে, তেমনটি হবে না। কাজ শেষেও ‘বাড়ি’ ফেরা হবে না ল্যান্ডার ‘বিক্রম’ বা অভিযাত্রী যান ‘প্রজ্ঞান’-এর। চিরতরে চাঁদের মাটিতেই থেকে যাবে তারা। এমনকি, ১৪ দিনের কাজ শেষ হলে ‘কর্মক্ষেত্রে’ মৃত্যুও হতে পারে তাদের।

চাঁদের মাটিতে ১৪ দিন ধরে নিজের কাজ চালাবে চন্দ্রযান-৩। এই ১৪ দিনের কাজ শেষ হলে কী হবে? জিনিসপত্র গুছিয়ে কি আবার ঘরে ফিরবে চন্দ্রযান-৩? ইসরো জানিয়েছে, তেমনটি হবে না। কাজ শেষেও ‘বাড়ি’ ফেরা হবে না ল্যান্ডার ‘বিক্রম’ বা অভিযাত্রী যান ‘প্রজ্ঞান’-এর। চিরতরে চাঁদের মাটিতেই থেকে যাবে তারা। এমনকি, ১৪ দিনের কাজ শেষ হলে ‘কর্মক্ষেত্রে’ মৃত্যুও হতে পারে তাদের।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE