Advertisement
০৬ অক্টোবর ২০২২
Raveena Tandon

Raveena Tandon : বলি নায়কের প্রেমিকার ‘নিরাপত্তাহীনতা’য় ছবি থেকে বাদ পড়েন, তবে শেষ হাসি হাসেন রবিনাই

একের পর এক হিট ছবি। তুমুল জনপ্রিয়তা। রবিনাকে টেক্কা দেওয়া তো দূর অস্ত্, তাঁর সঙ্গে এক সারিতে থাকতেও কালঘাম ছুটত নায়িকাদের!

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪২
Share: Save:
০১ ১০
ফিনফিনে হলুদ শিফন শাড়ি। খোলা চুল। বৃষ্টিতে ভিজে একশা হয়ে অনুরাগীদের হৃদ্স্পন্দন বাড়িয়ে তুলেছিলেন নিমেষে। নায়কদের বাড়বাড়ন্তের যুগে শুধুমাত্র রবিনা টন্ডনকে চাক্ষুষ করতে ভিড় উপচে পড়ত প্রেক্ষাগৃহে।

ফিনফিনে হলুদ শিফন শাড়ি। খোলা চুল। বৃষ্টিতে ভিজে একশা হয়ে অনুরাগীদের হৃদ্স্পন্দন বাড়িয়ে তুলেছিলেন নিমেষে। নায়কদের বাড়বাড়ন্তের যুগে শুধুমাত্র রবিনা টন্ডনকে চাক্ষুষ করতে ভিড় উপচে পড়ত প্রেক্ষাগৃহে।

০২ ১০
একের পর এক হিট ছবি। তুমুল জনপ্রিয়তা। রবিনাকে টেক্কা দেওয়া তো দূর অস্ত্, তাঁর সঙ্গে এক সারিতে থাকতেও কালঘাম ছুটত অন্য নায়িকাদের।

একের পর এক হিট ছবি। তুমুল জনপ্রিয়তা। রবিনাকে টেক্কা দেওয়া তো দূর অস্ত্, তাঁর সঙ্গে এক সারিতে থাকতেও কালঘাম ছুটত অন্য নায়িকাদের।

০৩ ১০
কিন্তু জানেন কি, ৯০-এর দশকের অন্যতম সফল অভিনেত্রীরও হাতছাড়া হয়েছে একাধিক ছবি? সম্প্রতি এক সাক্ষাৎকারে কোনও রাখঢাক না করে সে কথাই জানালেন রবিনা।

কিন্তু জানেন কি, ৯০-এর দশকের অন্যতম সফল অভিনেত্রীরও হাতছাড়া হয়েছে একাধিক ছবি? সম্প্রতি এক সাক্ষাৎকারে কোনও রাখঢাক না করে সে কথাই জানালেন রবিনা।

সর্বশেষ ভিডিয়ো
০৪ ১০
প্রযোজকের সঙ্গে বিতণ্ডা নয়। ছিল না পরিচালকের সঙ্গে মতভেদ। অভিনয়ের জন্য হাঁকাননি বিপুল পারিশ্রমিকও। তবুও কেন ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি?

প্রযোজকের সঙ্গে বিতণ্ডা নয়। ছিল না পরিচালকের সঙ্গে মতভেদ। অভিনয়ের জন্য হাঁকাননি বিপুল পারিশ্রমিকও। তবুও কেন ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি?

০৫ ১০
পেশাগত কারণে নয়, নায়কের প্রেমিকার ‘নিরাপত্তাহীনতা’র কারণে এক সময় একাধিক ছবি হাতছাড়া হয়েছিল ‘মোহরা’ নায়িকার। কোনও দোষ না থাকা সত্ত্বেও নিঃশব্দে সরে যেতে হয়েছিল তাঁকে। তেমনটাই দাবি করেছেন রবিনা।

পেশাগত কারণে নয়, নায়কের প্রেমিকার ‘নিরাপত্তাহীনতা’র কারণে এক সময় একাধিক ছবি হাতছাড়া হয়েছিল ‘মোহরা’ নায়িকার। কোনও দোষ না থাকা সত্ত্বেও নিঃশব্দে সরে যেতে হয়েছিল তাঁকে। তেমনটাই দাবি করেছেন রবিনা।

০৬ ১০
সেই নায়কের প্রেমিকাও পেশায় অভিনেত্রী। তাঁর নাম না করে রবিনা বললেন, “আমার পরিবর্তে অন্য নায়িকাকে ছবিতে নেওয়া হয়েছিল। কারণ মেয়েটি (জনৈক নায়কের প্রেমিকা) আমাকে পছন্দ করত না। ও নিরাপত্তাহীনতায় ভুগত।”

সেই নায়কের প্রেমিকাও পেশায় অভিনেত্রী। তাঁর নাম না করে রবিনা বললেন, “আমার পরিবর্তে অন্য নায়িকাকে ছবিতে নেওয়া হয়েছিল। কারণ মেয়েটি (জনৈক নায়কের প্রেমিকা) আমাকে পছন্দ করত না। ও নিরাপত্তাহীনতায় ভুগত।”

০৭ ১০
সেই নায়কের সঙ্গে রবিনার রসায়ন পছন্দ হয়েছিল দর্শকের। ছবির সাফল্যের জন্য তাঁদের নিয়ে কাজ করতে চাইতেন নির্মাতারাও। কিন্তু প্রেমিকার জেদাজেদির কাছে নতি স্বীকার করেন নায়ক। তাঁর অনুরোধেই নাকি ছবি থেকে বাদ পড়েন রবিনা।

সেই নায়কের সঙ্গে রবিনার রসায়ন পছন্দ হয়েছিল দর্শকের। ছবির সাফল্যের জন্য তাঁদের নিয়ে কাজ করতে চাইতেন নির্মাতারাও। কিন্তু প্রেমিকার জেদাজেদির কাছে নতি স্বীকার করেন নায়ক। তাঁর অনুরোধেই নাকি ছবি থেকে বাদ পড়েন রবিনা।

০৮ ১০
শুধু প্রেমিককেই নয়, অনেক সহকর্মী অভিনেতাকেও রবিনার সঙ্গে কাজ না করার নিদান দিয়েছিলেন সেই অভিনেত্রী।

শুধু প্রেমিককেই নয়, অনেক সহকর্মী অভিনেতাকেও রবিনার সঙ্গে কাজ না করার নিদান দিয়েছিলেন সেই অভিনেত্রী।

০৯ ১০
পরবর্তীতে সেই নায়ক-নায়িকার প্রেম যদিও টেকেনি। সম্পর্ক ভাঙার পর সেই নায়ক তাঁর প্রাক্তন প্রেমিকার পরিবর্তে ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করেছিলেন রবিনাকে।

পরবর্তীতে সেই নায়ক-নায়িকার প্রেম যদিও টেকেনি। সম্পর্ক ভাঙার পর সেই নায়ক তাঁর প্রাক্তন প্রেমিকার পরিবর্তে ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করেছিলেন রবিনাকে।

১০ ১০
গোবিন্দ, অজয় দেবগণ, অক্ষয় কুমার— সেই সময় বলিউডের প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গেই জুটি বেঁধে ছবি করেছেন রবিনা। তবে কার সঙ্গে কাজ করতে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

গোবিন্দ, অজয় দেবগণ, অক্ষয় কুমার— সেই সময় বলিউডের প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গেই জুটি বেঁধে ছবি করেছেন রবিনা। তবে কার সঙ্গে কাজ করতে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.