Advertisement
০৪ মে ২০২৪
FIFA Referee

বিশ্বকাপ ফাইনাল নিয়ে গর্বিত বিশ্বের সব থেকে ‘সুন্দরী’ রেফারি কারোলিনা, কেন?

রবিবার মাঠ দাপিয়ে বেড়াবেন মেসি, এমবাপেরা। ফরাসি আর আর্জেন্টিনিয়দের থেকে এই পোলিশ তরুণীর গর্ব কিছু কম নয়। সুন্দরী কারোলিনা গর্বিত নিজের দেশ নিয়ে।

সংবাদ সংস্থা
কাতার শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১০:২০
Share: Save:
০১ ১৬
রবিবার মাঠে নামবে ফ্রান্স আর আর্জেন্টিনা। গোটা দুনিয়ার চোখ থাকবে কাতারের মাঠে। চোখ থাকবে কারোলিনা বোজার স্টেফান্সকারও। কোনও ফরাসি বা আর্জেন্টিনিয়ের থেকে তাঁর উচ্ছ্বাস এতটুকু কম নয়। সেই উচ্ছ্বাসের অন্য একটি কারণও রয়েছে।

রবিবার মাঠে নামবে ফ্রান্স আর আর্জেন্টিনা। গোটা দুনিয়ার চোখ থাকবে কাতারের মাঠে। চোখ থাকবে কারোলিনা বোজার স্টেফান্সকারও। কোনও ফরাসি বা আর্জেন্টিনিয়ের থেকে তাঁর উচ্ছ্বাস এতটুকু কম নয়। সেই উচ্ছ্বাসের অন্য একটি কারণও রয়েছে।

০২ ১৬
কারোলিনা ফুটবল দুনিয়ায় সব থেকে সুন্দরী রেফারি। ‘সেক্সিয়েস্ট রেফারি’-এর তকমাও রয়েছে তাঁর। এ হেন কারোলিনা কেন এত উচ্ছ্বসিত?

কারোলিনা ফুটবল দুনিয়ায় সব থেকে সুন্দরী রেফারি। ‘সেক্সিয়েস্ট রেফারি’-এর তকমাও রয়েছে তাঁর। এ হেন কারোলিনা কেন এত উচ্ছ্বসিত?

০৩ ১৬
কারোলিনা সমাজমাধ্যমে লিখলেন, ‘‘গর্বিত! রবিবার আমরা সকলে সিমোন এবং তাঁর দলের জন্য প্রার্থনা করব। অধীর আগ্রহে অপেক্ষা করব।’’

কারোলিনা সমাজমাধ্যমে লিখলেন, ‘‘গর্বিত! রবিবার আমরা সকলে সিমোন এবং তাঁর দলের জন্য প্রার্থনা করব। অধীর আগ্রহে অপেক্ষা করব।’’

০৪ ১৬
কারোলিনার উচ্ছ্বাসের, গর্বের কারণ হল তাঁর দেশ পোল্যান্ড। সে দেশের রেফারি সাইমন মার্সিনিয়াকের জন্য। তাঁর হাতেই আপাতত ঝুলছে আর্জেন্তিনা এবং ফ্রান্সের ভাগ্য। থুড়ি লিওনেল মেসি এবং এমবাপের ভাগ্য।

কারোলিনার উচ্ছ্বাসের, গর্বের কারণ হল তাঁর দেশ পোল্যান্ড। সে দেশের রেফারি সাইমন মার্সিনিয়াকের জন্য। তাঁর হাতেই আপাতত ঝুলছে আর্জেন্তিনা এবং ফ্রান্সের ভাগ্য। থুড়ি লিওনেল মেসি এবং এমবাপের ভাগ্য।

০৫ ১৬
বলা ভাল, মেসি, এমবাপেদের খেলাবেন সাইমন। তিনি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনা বনাম ফ্রান্স ম্যাচের রেফারি।

বলা ভাল, মেসি, এমবাপেদের খেলাবেন সাইমন। তিনি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনা বনাম ফ্রান্স ম্যাচের রেফারি।

০৬ ১৬
গ্রুপ লিগে ফ্রান্স এবং ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন মার্সিনিয়াক। আবার প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচও খেলিয়েছিলেন তিনিই।

গ্রুপ লিগে ফ্রান্স এবং ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন মার্সিনিয়াক। আবার প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচও খেলিয়েছিলেন তিনিই।

০৭ ১৬
এখন পর্যন্ত ২০০টিরও বেশি ফুটবল ম্যাচ খেলিয়েছেন পোলিশ রেফারি মার্সিনিয়াক। ম্যাচের সুবিচারক হিসাবে পোল্যান্ডের রেফারিদের মধ্যে তাঁর জায়গা উপরের দিকেই। এ হেন সহকর্মীকে নিয়েই উচ্ছ্বসিত কারোলিনা।

এখন পর্যন্ত ২০০টিরও বেশি ফুটবল ম্যাচ খেলিয়েছেন পোলিশ রেফারি মার্সিনিয়াক। ম্যাচের সুবিচারক হিসাবে পোল্যান্ডের রেফারিদের মধ্যে তাঁর জায়গা উপরের দিকেই। এ হেন সহকর্মীকে নিয়েই উচ্ছ্বসিত কারোলিনা।

০৮ ১৬
২৪ বছরের কারোলিনার জন্ম ক্রাকোতে। পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। পোল্যান্ডের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির ফুটবল ম্যাচে রেফারি হয়েছিলেন কারোলিনা।

২৪ বছরের কারোলিনার জন্ম ক্রাকোতে। পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। পোল্যান্ডের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির ফুটবল ম্যাচে রেফারি হয়েছিলেন কারোলিনা।

০৯ ১৬
সুন্দরী কারোলিনা এই পেশা বেছেছিলেন নিজের ঠাকুর্দার কারণে। তাঁর ঠাকুর্দা ছিলেন পেশাদার রেফারি। নিজের নাতনিকেও ফুটবল ভালবাসতে শিখিয়েছিলেন।

সুন্দরী কারোলিনা এই পেশা বেছেছিলেন নিজের ঠাকুর্দার কারণে। তাঁর ঠাকুর্দা ছিলেন পেশাদার রেফারি। নিজের নাতনিকেও ফুটবল ভালবাসতে শিখিয়েছিলেন।

১০ ১৬
ছোট কারোলিনাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে বসতেন প্রবীণ। বুঝিয়ে দিতেন ম্যাচের নিয়মকানুন। তিনিই ছিলেন কারোলিনার অনুপ্রেরণা।

ছোট কারোলিনাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে বসতেন প্রবীণ। বুঝিয়ে দিতেন ম্যাচের নিয়মকানুন। তিনিই ছিলেন কারোলিনার অনুপ্রেরণা।

১১ ১৬
কারোলিনার তখন ১৭ বছর বয়স। রেফারি হওয়ার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। পেশাদার একটি কোর্সেও ভর্তি হন। ভেঙে দেন অনেক পুরনো ধারণা। ফুটবল যে শুধুই পুরুষদের জন্য নয়, তা বুঝিয়ে দেন।

কারোলিনার তখন ১৭ বছর বয়স। রেফারি হওয়ার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। পেশাদার একটি কোর্সেও ভর্তি হন। ভেঙে দেন অনেক পুরনো ধারণা। ফুটবল যে শুধুই পুরুষদের জন্য নয়, তা বুঝিয়ে দেন।

১২ ১৬
কারোলিনার স্বপ্ন ছিল, রেফারির লাইসেন্স পাবেন। প্রথম শ্রেণির ফুটবল ম্যাচে রেফারি হবেন। সেই স্বপ্ন ধীরে হলেও পূরণ করছেন কারোলিনা।

কারোলিনার স্বপ্ন ছিল, রেফারির লাইসেন্স পাবেন। প্রথম শ্রেণির ফুটবল ম্যাচে রেফারি হবেন। সেই স্বপ্ন ধীরে হলেও পূরণ করছেন কারোলিনা।

১৩ ১৬
মাঠে খেলাতে নেমে প্রথমেই সংবাদমাধ্যমের নজরে পড়েন কারোলিনা। ‘সান পত্রিকা’ তাঁকে ‘সেক্সিয়েস্ট রেফারি’ ঘোষণা করে। ইনস্টাগ্রামে কারোলিনার ভক্তসংখ্যা এক লক্ষ ৫৯ হাজার।

মাঠে খেলাতে নেমে প্রথমেই সংবাদমাধ্যমের নজরে পড়েন কারোলিনা। ‘সান পত্রিকা’ তাঁকে ‘সেক্সিয়েস্ট রেফারি’ ঘোষণা করে। ইনস্টাগ্রামে কারোলিনার ভক্তসংখ্যা এক লক্ষ ৫৯ হাজার।

১৪ ১৬
তবে মাঠের ভিতরে কারোলিনা অন্য মানুষ। চরম পেশাদার। প্রত্যেক ম্যাচের আগে মহড়া দেন তিনি। বার বার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, কাজের ক্ষেত্রে কোনও দল দেখেন না। কোনও দেশের রং দেখেন না।

তবে মাঠের ভিতরে কারোলিনা অন্য মানুষ। চরম পেশাদার। প্রত্যেক ম্যাচের আগে মহড়া দেন তিনি। বার বার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, কাজের ক্ষেত্রে কোনও দল দেখেন না। কোনও দেশের রং দেখেন না।

১৫ ১৬
কারোলিনার স্বামী ড্যানিয়েল স্টেফানস্কিও পেশায় এক জন রেফারি। বয়সে ২০ বছরের বড় ড্যানিয়েলকে প্রথম বার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন কারোলিনা।

কারোলিনার স্বামী ড্যানিয়েল স্টেফানস্কিও পেশায় এক জন রেফারি। বয়সে ২০ বছরের বড় ড্যানিয়েলকে প্রথম বার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন কারোলিনা।

১৬ ১৬
ক্লাব স্তরের একটি ম্যাচে ড্যানিয়েলের সহকারী হয়েছিলেন কারোলিনা। সেই ম্যাচ থেকেই প্রেম। ২০২০ সালে বাগ্‌দান সেরেছিলেন তাঁরা। ওই বছর অক্টোবরে গ্রিসের সান্তোরিনিতে বিয়ে করেছিলেন কারোলিনা আর ড্যানিয়েল।

ক্লাব স্তরের একটি ম্যাচে ড্যানিয়েলের সহকারী হয়েছিলেন কারোলিনা। সেই ম্যাচ থেকেই প্রেম। ২০২০ সালে বাগ্‌দান সেরেছিলেন তাঁরা। ওই বছর অক্টোবরে গ্রিসের সান্তোরিনিতে বিয়ে করেছিলেন কারোলিনা আর ড্যানিয়েল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE