
২৩ মে থেকেই নিখোঁজ হয়ে যান ইনদওরের ব্যবসায়ী রাজা। ১১ দিন নিখোঁজ থাকার পর ২ জুন রাজার দেহ মেলে সোহরায় (চেরাপুঞ্জি) একটি খাদের নীচ থেকে। উদ্ধার হয়েছিল একটি রক্তমাখা দা এবং বর্ষাতি। সেই দেখে স্থানীয় পুলিশ অনুমান করেছিল পর্যটককে খুনই করা হয়েছে। রাজার দেহ উদ্ধার হলেও তাঁর স্ত্রী সোনম যেন কর্পূরের মতো উবে গিয়েছিলেন। সোনমের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়।