দুই পোষ্যকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন এক বৃদ্ধ। তিনি চালকের আসনে বসে থাকলেও পোষ্যদের আর গাড়ির ভিতর বসতে দেননি। গাড়ির পিছনে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন দুই পোষ্য কুকুরকে। তার পর গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। কুকুর দু’টিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে গাড়িটি। এই নির্মম দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এক প্রত্যক্ষদর্শী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্য কাইন্ড জো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ির পিছনে বাঁধা রয়েছে দু’টি কুকুর। সেই অবস্থায় গাড়িটি চালাচ্ছেন এক বৃদ্ধ। রাস্তায় এ ভাবে টানতে টানতে নিয়ে যাওয়ায় পোষ্য দু’টিও যন্ত্রণায় ছটফট করছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি গত রবিবার সন্ধ্যা ৬টায় আমেরিকার কুইন্সের লং আইল্যান্ড সিটিতে ঘটেছে। ৬৮ বছর বয়সি চালকের নাম ড্যান বুজোর। তাঁর দুই পোষ্য রয়েছে। একটি জার্মান শেপার্ড প্রজাতির এবং অন্যটি একটি পিটবুল। দু’টি কুকুরকেই দড়ি দিয়ে গাড়িতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন ড্যান। যন্ত্রণায় ছটফট করতে করতে একটি কুকুরের বাঁধন খুলে যায়।
সে পালানোর চেষ্টা করলে কুকুর দু’টিকে তাড়াতাড়ি গাড়ির ভিতর তুলে ফেলেন ড্যান। পশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, এই অত্যাচারের ফলে একটি কুকুরের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য পোষ্যের পা কেটে গিয়েছে। তাদের সঙ্গে সঙ্গে পশু হাসপাতালে ভর্তি করানো হয়। আগামী মার্চ মাসে শুনানি রয়েছে। দোষী সাব্যস্ত হলে আদালতের তরফে এক বছরের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হতে পারে।