নির্বাচনের আগে দলের প্রচারের জন্য দোরে দোরে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বাজি ফাটিয়ে ভোটের প্রচার করছিলেন তাঁরা। তা করতে গিয়েই হল বিপদ। রাস্তা থেকে বাজি উড়ে ঢুকে পড়ল নায়িকার প্রতিবেশীর বাড়িতে। দাউদাউ করে জ্বলে উঠল আগুন। ঢিলছোড়া দূরত্বে আগুন লাগতে দেখে সঙ্গে সঙ্গে দুই পোষ্যকে নিয়ে বহুতল থেকে নেমে যান বলি অভিনেত্রী ডেসি শাহ।
বাজি ফাটিয়ে ভোটপ্রচারের জন্য যে তাঁর প্রতিবেশীর বাড়ির অধিকাংশ পুড়ে গিয়েছে, তার দায় রাজনৈতিক দলকেই নিতে বলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের পাতায় লাইভে এসে পুরো ঘটনাটি বিস্তারে জানান ডেসি।
আরও পড়ুন:
মুম্বইয়ের পূর্ব বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে থাকেন ডেসি। নায়িকার দাবি, তিনি যে বহুতলে থাকেন সেখানকার বাসিন্দারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন, ভোটের প্রচারের জন্য কাউকে ভিতরে প্রবেশ করতে দেবেন না। কিন্তু তাঁর পাশের বহুতল দু’টিতে এমন কোনও নিষেধাজ্ঞা ছিল না। নায়িকার অভিযোগ, ২০০ জনের একটি দল বহুতলের সামনে দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছিল।
ডেসির বাড়িতে দু’টি পোষ্য থাকায় বাজির শব্দ এড়াতে চেয়েছিলেন তিনি। জানলা বন্ধ করতে গিয়ে ডেসি দেখেন, একটি বাজি উড়ে গিয়ে তাঁর প্রতিবেশীর বাড়ির ভিতর ঢুকে যায়। নায়িকা জানান, সেই বাড়িতে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মী থাকেন। পায়ে চোট পাওয়ায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। বাড়িতে আর কেউ ছিলেন না। ফলে বাজি ঢুকে আগুন লাগলেও কেউ হতাহত হননি।
মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। নায়িকা তা দেখে দুই পোষ্যকে নিয়ে তাড়াহুড়ো করে নীচে নেমে যান। বহুতলের অন্য বাসিন্দারাও ভয়ে নীচে নেমে পড়েন। ইনস্টাগ্রামে লাইভে এসে নির্দিষ্ট রাজনৈতিক দলের নামোল্লেখ করে ক্ষোভপ্রকাশ করেন ডেসি। দমকলকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন:
রাজনৈতিক দলের নাম উল্লেখ করার জন্য নায়িকাকে কটাক্ষের শিকারও হতে হয়। পরে নায়িকা আবার একটি লাইভে এসে বলেন, ‘‘আমার সঙ্গে কারও আত্মীয়তার সম্পর্ক নেই। বাজি ফাটাতে চাইলে খোলা মাঠে ফাটানো হোক। কোনও আপত্তি নেই। কিন্তু ঘরবাড়ির সামনে এমন আচরণ কেন করা হবে? নেহাত তখন বাড়িতে কেউ ছিলেন না। কিন্তু ঘরবাড়ি তো পুড়ে গিয়েছে। তার দায় কে নেবে? আমি রাজনৈতিক দলের নাম এই কারণে উল্লেখ করেছি যেন তারা এই ঘটনার দায় নেয়।’’