কাজের চাপে নিজের জন্মদিনই ভুলে গিয়েছিলেন পিতা। মেয়ের ফোন পেয়েও মনে পড়েনি কিছুই। ফোনে কথা বলতে বলতে কন্যা যখন জন্মদিনের শুভেচ্ছা জানান, তখন আহ্লাদে হেসে ফেলেন ভারতীয় সেনা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মৈথিলি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেয়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন এক ব্যক্তি। তাঁর পরনে ভারতীয় সেনার ইউনিফর্ম। ভারতীয় সেনায় কর্মরত তিনি। ভিডিয়ো কলে কথা বলার সময় ওই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁর কন্যা। তা শুনে চমকে ওঠেন ওই ব্যক্তি।
মেয়েকে পাল্টা প্রশ্ন করেন, ‘‘আজ আমার জন্মদিন নাকি!’’ মেয়ে নিশ্চিত জানালে লজ্জায় লাল হয়ে যান। তার পর আহ্লাদে আটখানা হয়ে হাসি হাসি মুখ করে মেয়েকে ধন্যবাদ জানান। এই ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দেন নেটাগরিকদের একাংশ। এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘বাবা-মেয়ের এই মিষ্টি ভিডিয়োটি দেখে খুব ভাল লাগল। কাজের চাপে হয়তো নিজের জন্মদিন ভুলে গিয়েছিলেন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’’