মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমি দুনিয়ার চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞায় কোণঠাসা রাশিয়া ও ইরান। এর জেরে দিন দিন পঙ্গু হচ্ছে মস্কো ও তেহরানের অর্থনীতি। এই পরিস্থিতিতে পাল্টা প্রত্যাঘাতে ওয়াশিংটনের যাবতীয় ছক ভেস্তে দিতে সাবেক পারস্য দেশের সঙ্গে হাত মিলিয়ে ১৬২ কিলোমিটার লম্বা রেলপথ নির্মাণে নেমেছে ক্রেমলিন। এই রেলপথ আন্তর্জাতিক বাণিজ্যকে দিতে পারে নতুন রূপ। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট প্রকল্পটিকে নয়াদিল্লির কাছে ‘মেঘ না চাইতেই জল’ বলে উল্লেখ করেছেন বিশ্লেষকদের একাংশ।
পশ্চিমি নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য চালাতে ‘আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ বারান্দা’ বা আইএনএসটিসি (ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর) নামের একটি বিকল্প রাস্তার স্বপ্ন দীর্ঘ দিন ধরেই দেখে আসছে রাশিয়া। সেই লক্ষ্যে ২০০২ সালে ভারত এবং ইরানের সঙ্গে চুক্তি করে মস্কো। ঠিক হয় এই রুটে মুম্বই থেকে ক্রেমলিন পর্যন্ত চলবে পণ্যের আমদানি ও রফতানি। এর কাজ শেষ করতে রাশ্ত ও আস্তারার মধ্যে রেল যোগাযোগ স্থাপনে উঠে পড়ে লেগেছে রাশিয়া ও ইরান।