Advertisement
০২ মে ২০২৪
IPL 2018

মুম্বইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

একটা দলকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে। আর অন্য দলকে প্লে অফে রাস্তায় আর এক পা বাড়াতে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে তাই একটু সাবধানী নাইটরা। এক নজরে দেখে নেওয়া যাক মুম্বইয়ের এই ম্যাচে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০১৮ ১২:৫০
Share: Save:
০১ ১২
একটা দলকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে। আর অন্য দলকে প্লে অফে রাস্তায় আর এক পা বাড়াতে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে তাই একটু সাবধানী নাইটরা। এক নজরে দেখে নেওয়া যাক মুম্বইয়ের এই ম্যাচে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ।

একটা দলকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে। আর অন্য দলকে প্লে অফে রাস্তায় আর এক পা বাড়াতে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে তাই একটু সাবধানী নাইটরা। এক নজরে দেখে নেওয়া যাক মুম্বইয়ের এই ম্যাচে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ।

০২ ১২
সুনীল নারাইন: নাইটদের সবচেয়ে ফর্মে থাকা প্লেয়ার। বলে, ব্যাটে আজ তিনি নাইটদের প্রধান ভরসা। ছবি: এএফপি।

সুনীল নারাইন: নাইটদের সবচেয়ে ফর্মে থাকা প্লেয়ার। বলে, ব্যাটে আজ তিনি নাইটদের প্রধান ভরসা। ছবি: এএফপি।

০৩ ১২
ক্রিস লিন: গত ম্যাচে রান পাননি। তবে টুর্নামেন্টে দু’টি হাফ সেঞ্চুরি এবং একটি ৪৯ করা লিন ফর্মেই রয়েছেন। আজও একটা ভাল শুরুর জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। ছবি: এএফপি।

ক্রিস লিন: গত ম্যাচে রান পাননি। তবে টুর্নামেন্টে দু’টি হাফ সেঞ্চুরি এবং একটি ৪৯ করা লিন ফর্মেই রয়েছেন। আজও একটা ভাল শুরুর জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। ছবি: এএফপি।

০৪ ১২
রবিন উথাপ্পা: লিনের মতো গত ম্যাচে রান পাননি তিনিও। তবে তিন নম্বরে একাধিক ৩০-এর কোঠায় রান রয়েছে তাঁর। ছবি: পিটিআই।

রবিন উথাপ্পা: লিনের মতো গত ম্যাচে রান পাননি তিনিও। তবে তিন নম্বরে একাধিক ৩০-এর কোঠায় রান রয়েছে তাঁর। ছবি: পিটিআই।

০৫ ১২
শুভমান গিল: গত ম্যাচে চার নম্বরে নেমে চমকে দিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। নীতীশ রাণা সুস্থ না হলে আজও চার নম্বরেই থাকবেন তিনি। ছবি: এএফপি।

শুভমান গিল: গত ম্যাচে চার নম্বরে নেমে চমকে দিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। নীতীশ রাণা সুস্থ না হলে আজও চার নম্বরেই থাকবেন তিনি। ছবি: এএফপি।

০৬ ১২
নীতীশ রাণা: সুস্থ থাকলে আজ তিনি প্রথম একাদশে থাকছেনই। তিনি না থাকলে থাকতে পারেন রিঙ্কু সিংহ। ছবি: এএফপি।

নীতীশ রাণা: সুস্থ থাকলে আজ তিনি প্রথম একাদশে থাকছেনই। তিনি না থাকলে থাকতে পারেন রিঙ্কু সিংহ। ছবি: এএফপি।

০৭ ১২
দীনেশ কার্তিক: দলের সেরা ফিনিশার। গত ম্যাচে দুরন্ত ইনিংসে ম্যাচ জিতিয়েছেন। এ দিন নজরে থাকবে তাঁর অধিনায়কত্বও। ছবি: পিটিআই।

দীনেশ কার্তিক: দলের সেরা ফিনিশার। গত ম্যাচে দুরন্ত ইনিংসে ম্যাচ জিতিয়েছেন। এ দিন নজরে থাকবে তাঁর অধিনায়কত্বও। ছবি: পিটিআই।

০৮ ১২
আন্দ্রে রাসেল: দলের সেরা অলরাউন্ডার এই ক্যারিবীয় ফর্মে থাকলে যে কোনও দলের ত্রাস হয়ে উঠতে পারেন। ছবি: পিটিআই।

আন্দ্রে রাসেল: দলের সেরা অলরাউন্ডার এই ক্যারিবীয় ফর্মে থাকলে যে কোনও দলের ত্রাস হয়ে উঠতে পারেন। ছবি: পিটিআই।

০৯ ১২
ক্যামেরন দেলপোর্ট: দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারটি ডান হাতে পেস বোলিংয়ের পাশাপাশি বাঁহাতে ব্যাটিংটাও ভালই করেন। ঘুরে দাঁড়ানোর ম্যাচে আজ অভিষেক হতে পারে তাঁর।

ক্যামেরন দেলপোর্ট: দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারটি ডান হাতে পেস বোলিংয়ের পাশাপাশি বাঁহাতে ব্যাটিংটাও ভালই করেন। ঘুরে দাঁড়ানোর ম্যাচে আজ অভিষেক হতে পারে তাঁর।

১০ ১২
কুলদীপ যাদব: নাইটদের স্পিন ত্রিফলার অন্যতম। মুম্বই বধে চোখ থাকবে এই চায়না ম্যানের দিকে। ছবি: এএফপি।

কুলদীপ যাদব: নাইটদের স্পিন ত্রিফলার অন্যতম। মুম্বই বধে চোখ থাকবে এই চায়না ম্যানের দিকে। ছবি: এএফপি।

১১ ১২
পীযূষ চাওলা:অভিজ্ঞ এই লেগস্পিনার প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়েছেন। ছবি: পিটিআই।

পীযূষ চাওলা:অভিজ্ঞ এই লেগস্পিনার প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়েছেন। ছবি: পিটিআই।

১২ ১২
শিবম মাভি: গতিতে ব্যাটসম্যানদের বিপর্যস্ত করছেন এই তরুণ পেসার। তাঁর প্রশংসা করেছেন ব্রেট লিও। ছবি: পিটিআই।

শিবম মাভি: গতিতে ব্যাটসম্যানদের বিপর্যস্ত করছেন এই তরুণ পেসার। তাঁর প্রশংসা করেছেন ব্রেট লিও। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE