Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Cricket

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কোহালি কী কী রেকর্ড ভাঙতে পারেন জানেন

বিরাট কোহালি ব্যাট করতে যাওয়া মানেই এখন কোনও না কোনও রেকর্ডের হাতছানি। রবিবার থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের একদিনের সিরিজও এর ব্যতিক্রম থাকছে না। নির্বাচকরা বিশ্রাম দেওয়ায় এশিয়া কাপে তিনি খেলেননি। এই সিরিজের মধ্যে দিয়ে তাই ওয়ানডে ফরম্যাটে ফিরছেন ভারত অধিনায়ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ১২:০০
Share: Save:
০১ ০৭
বিরাট কোহালি ব্যাট করতে যাওয়া মানেই এখন কোনও না কোনও রেকর্ডের হাতছানি। রবিবার থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের একদিনের সিরিজও এর ব্যতিক্রম থাকছে না। নির্বাচকরা বিশ্রাম দেওয়ায় এশিয়া কাপে তিনি খেলেননি। এই সিরিজের মধ্যে দিয়ে তাই ওয়ানডে ফরম্যাটে ফিরছেন ভারত অধিনায়ক।

বিরাট কোহালি ব্যাট করতে যাওয়া মানেই এখন কোনও না কোনও রেকর্ডের হাতছানি। রবিবার থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের একদিনের সিরিজও এর ব্যতিক্রম থাকছে না। নির্বাচকরা বিশ্রাম দেওয়ায় এশিয়া কাপে তিনি খেলেননি। এই সিরিজের মধ্যে দিয়ে তাই ওয়ানডে ফরম্যাটে ফিরছেন ভারত অধিনায়ক।

০২ ০৭
৫০ ওভারের ক্রিকেটে ১০,০০০ রান করতে কোহালির প্রয়োজন আর ২২১ রান। ২৯ বছর বয়সী এখনও পর্যন্ত করেছেন ৯,৭৭৯ রান। ভারতীয়দের মধ্যে তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৮,৪২৬ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১,৩৬৩ রান), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯ রান), মহেন্দ্র সিংহ ধোনি (১০,১২৩ রান)। এই ক্লাবে কোহালি হবেন ১৩তম ব্যাটসম্যান।

৫০ ওভারের ক্রিকেটে ১০,০০০ রান করতে কোহালির প্রয়োজন আর ২২১ রান। ২৯ বছর বয়সী এখনও পর্যন্ত করেছেন ৯,৭৭৯ রান। ভারতীয়দের মধ্যে তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৮,৪২৬ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১,৩৬৩ রান), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯ রান), মহেন্দ্র সিংহ ধোনি (১০,১২৩ রান)। এই ক্লাবে কোহালি হবেন ১৩তম ব্যাটসম্যান।

০৩ ০৭
টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি মিলিয়ে কোহালি করেছেন ১৮,২১২ রান। তাঁর আরও ২৮৫ রান দরকার অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ও-কে টপকাতে। আন্তর্জাতিক ক্রিকেটে স্টিভের মোট রান ১৮,৪৯৬। তিনি টেস্ট ও একদিনের ক্রিকেটে খেলেছেন। প্রায় দুই দশকের কেরিয়ারে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি।

টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি মিলিয়ে কোহালি করেছেন ১৮,২১২ রান। তাঁর আরও ২৮৫ রান দরকার অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ও-কে টপকাতে। আন্তর্জাতিক ক্রিকেটে স্টিভের মোট রান ১৮,৪৯৬। তিনি টেস্ট ও একদিনের ক্রিকেটে খেলেছেন। প্রায় দুই দশকের কেরিয়ারে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি।

০৪ ০৭
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর। ৩৯ ম্যাচে তাঁর রান ১৬৭৩ রান। কোহালি এখনও পর্যন্ত ২৭ ম্যাচে ১৩৮৭ রান করেছেন। ভারত অধিনায়কের আর ১৮৭ রান দরকার সচিনকে টপকাতে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর। ৩৯ ম্যাচে তাঁর রান ১৬৭৩ রান। কোহালি এখনও পর্যন্ত ২৭ ম্যাচে ১৩৮৭ রান করেছেন। ভারত অধিনায়কের আর ১৮৭ রান দরকার সচিনকে টপকাতে।

০৫ ০৭
একদিনের ক্রিকেটে এর আগে ছয় ভারতীয় ৫০টা অর্ধশতরান করেছেন। এঁরা হলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিন ও যুবরাজ সিংহ। কোহালির এই তালিকায় উঠতে দরকার আর মাত্র দুটো পঞ্চাশ। ২০৩ ইনিংসে ৪৮ অর্ধশতরান করেছেন তিনি।

একদিনের ক্রিকেটে এর আগে ছয় ভারতীয় ৫০টা অর্ধশতরান করেছেন। এঁরা হলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিন ও যুবরাজ সিংহ। কোহালির এই তালিকায় উঠতে দরকার আর মাত্র দুটো পঞ্চাশ। ২০৩ ইনিংসে ৪৮ অর্ধশতরান করেছেন তিনি।

০৬ ০৭
২০১৮ সালে একদিনের ক্রিকেটে ১০০০ রান করতে কোহালির দরকার আর ২৫১ রান। এর আগে চলতি বছরে এই ফরম্যাটে একমাত্র ইংল্যান্ডের জনি বেয়ারস্টো হাজার রান করেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে চলতি বছরে পাঁচদিনের ফরম্যাটেও হাজার রান পূর্ণ করেছেন কোহালি।

২০১৮ সালে একদিনের ক্রিকেটে ১০০০ রান করতে কোহালির দরকার আর ২৫১ রান। এর আগে চলতি বছরে এই ফরম্যাটে একমাত্র ইংল্যান্ডের জনি বেয়ারস্টো হাজার রান করেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে চলতি বছরে পাঁচদিনের ফরম্যাটেও হাজার রান পূর্ণ করেছেন কোহালি।

০৭ ০৭
এক ক্যালেন্ডার ইয়ারে ওয়ানডে ফরম্যাটে ১,০০০ রান এর আগে ছ'বার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং। কোহালি যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ২৫১ রান করেন, তবে তাঁরও ছ'বার হাজার রান হবে। অর্থ্যাত্, সৌরভ-পন্টিংকে স্পর্শ করবেন তিনি। এই তালিকায় সবার উপরে রয়েছেন সচিন। তিনি সাতবার এক বছরে হাজার রান করেছেন।

এক ক্যালেন্ডার ইয়ারে ওয়ানডে ফরম্যাটে ১,০০০ রান এর আগে ছ'বার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং। কোহালি যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ২৫১ রান করেন, তবে তাঁরও ছ'বার হাজার রান হবে। অর্থ্যাত্, সৌরভ-পন্টিংকে স্পর্শ করবেন তিনি। এই তালিকায় সবার উপরে রয়েছেন সচিন। তিনি সাতবার এক বছরে হাজার রান করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy