ছোট পর্দায় জনপ্রিয়তার দিক থেকে একেবারে প্রথম সারিতে থাকে বিভিন্ন রিয়্যালিটি শো। গান, নাচ, রান্নাবান্না— নানা বিষয়ে হয় প্রতিযোগিতাগুলি। দেশের নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন এই সব শো-এ, সফল হন হাতেগোনা কয়েক জন। আবার এমন অনেকেই আছেন, যাঁরা রিয়্যালিটি শো-এ হয়তো ততটা সাফল্য পাননি, কিন্তু পরবর্তী কালে পৌঁছে গিয়েছেন বহু দূরে।
তেমনই এক জন এই গায়িকা, যিনি নিজের পরিশ্রম এবং প্রতিভার জোরে মানুষের মন জয় করে নিয়েছেন— তিনি নেহা কক্কড়। উত্তরাখণ্ডের (তৎকালীন উত্তরপ্রদেশ) হৃষীকেশে জন্ম তাঁর। মাত্র ৪ বছর বয়স থেকেই স্থানীয় জমায়েত এবং ধর্মীয় অনুষ্ঠানগুলিতে গান গাইতেন ছোট্ট নেহা। গায়িকা হিসাবে সাফল্য লাভ করার আশায় ২০০৪ সালে দাদা টোনির হাত ধরে মুম্বইয়ে পাড়ি দেন তিনি।