Advertisement
১৯ জুলাই ২০২৪
Bollywood Scoop

শ্রীদেবী, জুহি থেকে করিনা, বিবাহবিচ্ছিন্ন পুরুষদের জীবনসঙ্গী করেছেন যে বলি অভিনেত্রীরা

অভিনেত্রীদের তালিকায় রয়েছেন শ্রীদেবী, শাবানা আজ়মি, জুহি চাওলা, করিনা কপূর খান, মহিমা চৌধুরী, বিদ্যা বালনের মতো আরও অনেকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৯
Share: Save:
০১ ২৭
বলিপাড়ায় তারকাদের পেশাগত জীবনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনও আতশকাচের তলায় থাকে। তারকাদের প্রেম-বিবাহ-বিচ্ছেদ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয় না। বলিপাড়ায় এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা বিবাহবিচ্ছিন্ন পুরুষের সঙ্গে গাঁটছড়া বাঁধায় কটাক্ষের শিকার হয়েছিলেন। অভিনেত্রীদের তালিকায় রয়েছেন শ্রীদেবী, শাবানা আজ়মি, জুহি চাওলা, করিনা কপূর খান, মহিমা চৌধুরী, বিদ্যা বালনের মতো আরও অনেকে।

বলিপাড়ায় তারকাদের পেশাগত জীবনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনও আতশকাচের তলায় থাকে। তারকাদের প্রেম-বিবাহ-বিচ্ছেদ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয় না। বলিপাড়ায় এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা বিবাহবিচ্ছিন্ন পুরুষের সঙ্গে গাঁটছড়া বাঁধায় কটাক্ষের শিকার হয়েছিলেন। অভিনেত্রীদের তালিকায় রয়েছেন শ্রীদেবী, শাবানা আজ়মি, জুহি চাওলা, করিনা কপূর খান, মহিমা চৌধুরী, বিদ্যা বালনের মতো আরও অনেকে।

০২ ২৭
হিন্দি ফিল্মজগতের পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষার ছবিতে প্রথম সারির অভিনেত্রী হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শ্রীদেবী। বলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন শ্রীদেবী।

হিন্দি ফিল্মজগতের পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষার ছবিতে প্রথম সারির অভিনেত্রী হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শ্রীদেবী। বলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন শ্রীদেবী।

০৩ ২৭
১৯৮৫ সালে মিঠুন এবং শ্রীদেবী গোপনে বিয়ে করেন বলে কানাঘুষো শোনা যায়। তিন বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ হয় দুই তারকার। তার পর বলিউডের ছবিনির্মাতা বনি কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শ্রীদেবী।

১৯৮৫ সালে মিঠুন এবং শ্রীদেবী গোপনে বিয়ে করেন বলে কানাঘুষো শোনা যায়। তিন বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ হয় দুই তারকার। তার পর বলিউডের ছবিনির্মাতা বনি কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শ্রীদেবী।

০৪ ২৭
বলিপাড়া সূত্রে খবর, ১৯৮৩ সালে প্রযোজক মোনা শৌরীকে বিয়ে করেন বনি। কিন্তু ১৯৯৬ সালে বনি এবং মোনার বিচ্ছেদ হয়। তার পর শ্রীদেবীকে বিয়ে করেন বনি। ২০১৮ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী।

বলিপাড়া সূত্রে খবর, ১৯৮৩ সালে প্রযোজক মোনা শৌরীকে বিয়ে করেন বনি। কিন্তু ১৯৯৬ সালে বনি এবং মোনার বিচ্ছেদ হয়। তার পর শ্রীদেবীকে বিয়ে করেন বনি। ২০১৮ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী।

০৫ ২৭
নব্বইয়ের দশকে বলিপাড়ায় রবিনা টন্ডনের নাম লোকের মুখে মুখে ঘুরত। কানাঘুষো শোনা যায়, বলি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে গোপনে আংটিবদল করেছিলেন রবিনা। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত সেই সম্পর্ক গড়ায়নি।

নব্বইয়ের দশকে বলিপাড়ায় রবিনা টন্ডনের নাম লোকের মুখে মুখে ঘুরত। কানাঘুষো শোনা যায়, বলি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে গোপনে আংটিবদল করেছিলেন রবিনা। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত সেই সম্পর্ক গড়ায়নি।

০৬ ২৭
২০০৩ সালে রবিনা অভিনীত স্পোর্টস ড্রামা ঘরানার ‘স্টাম্পড’ ছবিটি মুক্তি পায়। এই ছবির ‘ডিস্ট্রিবিউশন’-এর সঙ্গে যুক্ত ছিলেন অনিল থাডানি। ছবির শুটিংয়ের সময় অনিলের সঙ্গে আলাপ হয় রবিনার। সেই সময় বিবাহিত ছিলেন অনিল।

২০০৩ সালে রবিনা অভিনীত স্পোর্টস ড্রামা ঘরানার ‘স্টাম্পড’ ছবিটি মুক্তি পায়। এই ছবির ‘ডিস্ট্রিবিউশন’-এর সঙ্গে যুক্ত ছিলেন অনিল থাডানি। ছবির শুটিংয়ের সময় অনিলের সঙ্গে আলাপ হয় রবিনার। সেই সময় বিবাহিত ছিলেন অনিল।

০৭ ২৭
নাতাশা সিপ্পির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনিল। কানাঘুষো শোনা যায়, বিবাহিত জীবনে সুখী ছিলেন না অনিল। নাতাশার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অনিলের। অন্য দিকে রবিনার সঙ্গে অনিলের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। ২০০৪ সালে অনিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রবিনা।

নাতাশা সিপ্পির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনিল। কানাঘুষো শোনা যায়, বিবাহিত জীবনে সুখী ছিলেন না অনিল। নাতাশার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অনিলের। অন্য দিকে রবিনার সঙ্গে অনিলের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। ২০০৪ সালে অনিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রবিনা।

০৮ ২৭
শাবানা আজ়মি এবং জাভেদ আখতারের জুটি বলিপাড়ায় বেশ জনপ্রিয়। ১৯৮৪ সালে শাবানাকে বিয়ে করেন জাভেদ। কিন্তু জাভেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন শাবানা।

শাবানা আজ়মি এবং জাভেদ আখতারের জুটি বলিপাড়ায় বেশ জনপ্রিয়। ১৯৮৪ সালে শাবানাকে বিয়ে করেন জাভেদ। কিন্তু জাভেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন শাবানা।

০৯ ২৭
১৯৭২ সালে বলি অভিনেত্রী হানি ইরানিকে প্রথমে বিয়ে করেছিলেন জাভেদ। ফারহান আখতার এবং জোয়া আখতার তাঁদেরই সন্তান। বহু বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হানি এবং জাভেদ। তার পর শাবানাকে বিয়ে করেন জাভেদ।

১৯৭২ সালে বলি অভিনেত্রী হানি ইরানিকে প্রথমে বিয়ে করেছিলেন জাভেদ। ফারহান আখতার এবং জোয়া আখতার তাঁদেরই সন্তান। বহু বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হানি এবং জাভেদ। তার পর শাবানাকে বিয়ে করেন জাভেদ।

১০ ২৭
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরদেশ’ ছবির নায়িকা মহিমা চৌধুরী শিল্পপতি ববি মুখোপাধ্যায়ের সঙ্গে ২০০৬ সালে গাঁটছড়া বাঁধেন। ববি ছিলেন বিবাহবিচ্ছিন্ন।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরদেশ’ ছবির নায়িকা মহিমা চৌধুরী শিল্পপতি ববি মুখোপাধ্যায়ের সঙ্গে ২০০৬ সালে গাঁটছড়া বাঁধেন। ববি ছিলেন বিবাহবিচ্ছিন্ন।

১১ ২৭
ববির প্রথম স্ত্রীর নাম ছিল অপর্ণা গান্ধী। অপর্ণার সঙ্গে বিচ্ছেদের পর মহিমাকে বিয়ে করেন ববি। যদিও ২০১৩ সালে ববির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় মহিমার।

ববির প্রথম স্ত্রীর নাম ছিল অপর্ণা গান্ধী। অপর্ণার সঙ্গে বিচ্ছেদের পর মহিমাকে বিয়ে করেন ববি। যদিও ২০১৩ সালে ববির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় মহিমার।

১২ ২৭
শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা শেট্টি। তবে রাজ ছিলেন বিবাহবিচ্ছিন্ন।

শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা শেট্টি। তবে রাজ ছিলেন বিবাহবিচ্ছিন্ন।

১৩ ২৭
কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০০৩ সালে কবিতা কুন্দ্রাকে বিয়ে করেন রাজ। কিন্তু তিন বছর এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন কবিতা এবং রাজ। ২০০৯ সালে রাজকে বিয়ে করেন শিল্পা।

কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০০৩ সালে কবিতা কুন্দ্রাকে বিয়ে করেন রাজ। কিন্তু তিন বছর এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন কবিতা এবং রাজ। ২০০৯ সালে রাজকে বিয়ে করেন শিল্পা।

১৪ ২৭
বলিপাড়ার প্রথম সারির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের সঙ্গে প্রচুর কাজ করেছেন রানি মুখোপাধ্যায়। কাজের সূত্রে রানির আলাপ হয় যশ চোপড়ার পুত্র আদিত্য চোপড়ার সঙ্গে। কয়েক বছর সম্পর্কেও থাকেন দুই তারকা। ২০১৪ সালে আদিত্যকে বিয়েও করেন রানি।

বলিপাড়ার প্রথম সারির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের সঙ্গে প্রচুর কাজ করেছেন রানি মুখোপাধ্যায়। কাজের সূত্রে রানির আলাপ হয় যশ চোপড়ার পুত্র আদিত্য চোপড়ার সঙ্গে। কয়েক বছর সম্পর্কেও থাকেন দুই তারকা। ২০১৪ সালে আদিত্যকে বিয়েও করেন রানি।

১৫ ২৭
তবে আদিত্য ছিলেন বিবাহবিচ্ছিন্ন। ২০০১ সালে পায়েল খন্নাকে বিয়ে করেন আদিত্য। আট বছর সংসার করার পর ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় আদিত্য এবং পায়েলের।

তবে আদিত্য ছিলেন বিবাহবিচ্ছিন্ন। ২০০১ সালে পায়েল খন্নাকে বিয়ে করেন আদিত্য। আট বছর সংসার করার পর ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় আদিত্য এবং পায়েলের।

১৬ ২৭
টেনিস তারকা মহেশ শ্রীনিবাস ভূপতিকে ২০১১ সালে বিয়ে করেন বলি অভিনেত্রী লারা দত্ত। বিবাহবিচ্ছিন্ন ছিলেন মহেশও।

টেনিস তারকা মহেশ শ্রীনিবাস ভূপতিকে ২০১১ সালে বিয়ে করেন বলি অভিনেত্রী লারা দত্ত। বিবাহবিচ্ছিন্ন ছিলেন মহেশও।

১৭ ২৭
২০০২ সালে শ্বেতা জয়শঙ্করকে বিয়ে করেন মহেশ। ২০০৯ সালে বিচ্ছেদও হয়ে যায় মহেশ এবং শ্বেতার। বিচ্ছেদের দু’বছর পর লারাকে বিয়ে করেন মহেশ।

২০০২ সালে শ্বেতা জয়শঙ্করকে বিয়ে করেন মহেশ। ২০০৯ সালে বিচ্ছেদও হয়ে যায় মহেশ এবং শ্বেতার। বিচ্ছেদের দু’বছর পর লারাকে বিয়ে করেন মহেশ।

১৮ ২৭
১৯৯৫ সালে শিল্পপতি জয় মেহতাকে বিয়ে করেন বলি অভিনেত্রী জুহি চাওলা। জয়ের প্রথম স্ত্রী সুজাতা বিড়লা ১৯৯০ সালে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর জুহির সঙ্গে জয়ের বন্ধুত্ব দৃঢ় হয় এবং সেই বন্ধুত্ব প্রেমেও পরিণত হয়। ১৯৯৫ সালে জুহির সঙ্গে গাঁটছড়া বাঁধেন জয়।

১৯৯৫ সালে শিল্পপতি জয় মেহতাকে বিয়ে করেন বলি অভিনেত্রী জুহি চাওলা। জয়ের প্রথম স্ত্রী সুজাতা বিড়লা ১৯৯০ সালে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর জুহির সঙ্গে জয়ের বন্ধুত্ব দৃঢ় হয় এবং সেই বন্ধুত্ব প্রেমেও পরিণত হয়। ১৯৯৫ সালে জুহির সঙ্গে গাঁটছড়া বাঁধেন জয়।

১৯ ২৭
বিবাহবিচ্ছিন্ন ছিলেন অভিনেত্রী বিদ্যা বালনের স্বামী সিদ্ধার্থ রায় কপূরও। শৈশবের বান্ধবী আরতি বজাজকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তাঁদের সংসার বেশি দিন টেকেনি।

বিবাহবিচ্ছিন্ন ছিলেন অভিনেত্রী বিদ্যা বালনের স্বামী সিদ্ধার্থ রায় কপূরও। শৈশবের বান্ধবী আরতি বজাজকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তাঁদের সংসার বেশি দিন টেকেনি।

২০ ২৭
আরতির সঙ্গে বিচ্ছেদের পর ছোট পর্দার প্রযোজক কবিতাকে বিয়ে করেন সিদ্ধার্থ। ২০১১ সালে কবিতার সঙ্গে বিচ্ছেদ হয় সিদ্ধার্থের। বিচ্ছেদের এক বছর পর বিদ্যাকে বিয়ে করেন সিদ্ধার্থ।

আরতির সঙ্গে বিচ্ছেদের পর ছোট পর্দার প্রযোজক কবিতাকে বিয়ে করেন সিদ্ধার্থ। ২০১১ সালে কবিতার সঙ্গে বিচ্ছেদ হয় সিদ্ধার্থের। বিচ্ছেদের এক বছর পর বিদ্যাকে বিয়ে করেন সিদ্ধার্থ।

২১ ২৭
২০০৯ সালে শিল্পপতি শাকিল লাদাককে বিয়ে করেন অমৃতা অরোরা। বিয়ের পর অভিনয়জগৎ থেকে বিরতি নেন অভিনেত্রী। শাকিলকে বিয়ের আগে থেকেই চিনতেন অমৃতা।

২০০৯ সালে শিল্পপতি শাকিল লাদাককে বিয়ে করেন অমৃতা অরোরা। বিয়ের পর অভিনয়জগৎ থেকে বিরতি নেন অভিনেত্রী। শাকিলকে বিয়ের আগে থেকেই চিনতেন অমৃতা।

২২ ২৭
কলেজে পড়াকালীন অমৃতার প্রিয় বান্ধবী ছিলেন নিশা রানা। ২০০৬ সালে নিশাকে বিয়ে করেন শাকিল। সেই সময় ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে সম্পর্কে ছিলেন অমৃতা।

কলেজে পড়াকালীন অমৃতার প্রিয় বান্ধবী ছিলেন নিশা রানা। ২০০৬ সালে নিশাকে বিয়ে করেন শাকিল। সেই সময় ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে সম্পর্কে ছিলেন অমৃতা।

২৩ ২৭
তবে শাকিলের সঙ্গে অমৃতার সম্পর্ক আবার নতুন ভাবে গড়ে ওঠে। কয়েক বছর পর নিশার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শাকিলের। অন্য দিকে উসমানের সঙ্গেও সম্পর্কের ইতি টানেন অমৃতা। অমৃতা এবং শাকিলের বন্ধুত্ব প্রেমে গড়ালে ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে।

তবে শাকিলের সঙ্গে অমৃতার সম্পর্ক আবার নতুন ভাবে গড়ে ওঠে। কয়েক বছর পর নিশার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শাকিলের। অন্য দিকে উসমানের সঙ্গেও সম্পর্কের ইতি টানেন অমৃতা। অমৃতা এবং শাকিলের বন্ধুত্ব প্রেমে গড়ালে ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে।

২৪ ২৭
কপূর পরিবারের দুই কন্যা করিশ্মা এবং করিনাও রয়েছেন অভিনেত্রীদের তালিকায়। ১৯৯১ সালে বলি অভিনেত্রী অমৃতা সিংহকে বিয়ে করেন সইফ আলি খান। ২০০৪ সালে বিচ্ছেদও হয়ে যায় দুই তারকার। ২০১২ সালে সইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা।

কপূর পরিবারের দুই কন্যা করিশ্মা এবং করিনাও রয়েছেন অভিনেত্রীদের তালিকায়। ১৯৯১ সালে বলি অভিনেত্রী অমৃতা সিংহকে বিয়ে করেন সইফ আলি খান। ২০০৪ সালে বিচ্ছেদও হয়ে যায় দুই তারকার। ২০১২ সালে সইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা।

২৫ ২৭
২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর শিল্পপতি সঞ্জয় কপূরকে বিয়ে করেন করিশ্মা। বিবাহবিচ্ছিন্ন ছিলেন করিশ্মার স্বামী। ২০০২ সালে পোশাকশিল্পী নন্দিতা মাহতানিকে বিয়ে করেন সঞ্জয়। নন্দিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর করিশ্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। ২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় করিশ্মার। তার এক বছর পর প্রিয়া সচদেওকে বিয়ে করেন শিল্পপতি।

২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর শিল্পপতি সঞ্জয় কপূরকে বিয়ে করেন করিশ্মা। বিবাহবিচ্ছিন্ন ছিলেন করিশ্মার স্বামী। ২০০২ সালে পোশাকশিল্পী নন্দিতা মাহতানিকে বিয়ে করেন সঞ্জয়। নন্দিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর করিশ্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। ২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় করিশ্মার। তার এক বছর পর প্রিয়া সচদেওকে বিয়ে করেন শিল্পপতি।

২৬ ২৭
বলিউডের ‘মাঙ্কি কাপল’ নামে পরিচিত বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভারের জুটি। ২০০৮ সালে টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন কর্ণ। এক বছর পর শ্রদ্ধার সঙ্গে বিচ্ছেদ হয় কর্ণের। ২০১২ সালে সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন কর্ণ। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১৬ সালে কর্ণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা।

বলিউডের ‘মাঙ্কি কাপল’ নামে পরিচিত বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভারের জুটি। ২০০৮ সালে টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন কর্ণ। এক বছর পর শ্রদ্ধার সঙ্গে বিচ্ছেদ হয় কর্ণের। ২০১২ সালে সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন কর্ণ। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১৬ সালে কর্ণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা।

২৭ ২৭
১৯৯৭ সালে আরতি বজাজকে বিয়ে করেন বলি পরিচালক অনুরাগ কাশ্যপ। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। বিচ্ছেদের পর অভিনেত্রী কল্কি কেঁকলার সঙ্গে চুটিয়ে প্রেম করেন অনুরাগ। ২০১১ সালে অনুরাগকে বিয়েও করেন কল্কি। চার বছর পর ২০১৫ সালে দুই তারকার বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে ইজ়রায়েলি সঙ্গীতশিল্পী গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন কল্কি। এক কন্যাসন্তানও রয়েছে তাঁদের।

১৯৯৭ সালে আরতি বজাজকে বিয়ে করেন বলি পরিচালক অনুরাগ কাশ্যপ। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। বিচ্ছেদের পর অভিনেত্রী কল্কি কেঁকলার সঙ্গে চুটিয়ে প্রেম করেন অনুরাগ। ২০১১ সালে অনুরাগকে বিয়েও করেন কল্কি। চার বছর পর ২০১৫ সালে দুই তারকার বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে ইজ়রায়েলি সঙ্গীতশিল্পী গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন কল্কি। এক কন্যাসন্তানও রয়েছে তাঁদের।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE