আমেরিকার রাজধানী ওয়াশিংটনের আকাশে ঘুরে বেড়াচ্ছে রহস্যময় জাম্বো জেট। ভীমদর্শন সেই উড়োজাহাজটি চোখে পড়তেই আমজনতার চোখ উঠেছে কপালে। সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি, ইরান-ইজ়রায়েল যুদ্ধে বড় কোনও পদক্ষেপ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে গুপ্তঘাঁটি থেকে অতিশক্তিশালী ওই বিমানকে বার করেছে যুক্তরাষ্ট্রের বায়ুসেনা। যদিও বিষয়টি নিয়ে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি ‘সুপার পাওয়ার’ দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন।
চলতি বছরের ১৭ জুন রাজধানী ওয়াশিংটনের যুগ্ম সামরিক ঘাঁটি ‘অ্যান্ড্রুজ়’-এ হঠাৎই অবতরণ করে মার্কিন বায়ুসেনার ওই রহস্যময় জাম্বো জেট। যে বিমানের পোশাকি নাম ‘ই-৪বি রাতপ্রহরী’ (পড়ুন নাইটওয়াচ)। কেউ কেউ অবশ্য একে ‘ডুম্সডে’ উড়োজাহাজ বলেও উল্লেখ করে থাকেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর কুখ্যাত জঙ্গিগোষ্ঠী ‘আল-কায়দা’র ভয়াবহ আত্মঘাতী সন্ত্রাসী হামলার সময়ে শেষ বার সংশ্লিষ্ট বিমানটিকে আমেরিকার রাজধানীতে উড়তে দেখা গিয়েছিল। প্রায় আড়াই দশক পর গায়ের ধুলো ঝেড়ে ‘নাইটওয়াচ’-এর প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে তাই তুঙ্গে উঠেছে জল্পনা।