এ যেন সুচ দেখে চালুনির বাঁকা মন্তব্য! ঘুষকাণ্ডে সেই হালই হয়েছে আমেরিকার। সেখানকার একগুচ্ছ সংস্থার বিরুদ্ধে উঠেছে মোটা টাকা ‘উপঢৌকন’ দিয়ে ভারতের থেকে বরাত হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। ফলে বেজায় অস্বস্তিতে পড়ে পদক্ষেপ করতে শুরু করেছে ওয়াশিংটন। যদিও এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে আটলান্টিকের পারের ‘সুপার পাওয়ার’-এর মুখ যে পুড়েছে, তা বলাই বাহুল্য।