বড়দিনের এক মাস আগেই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে ‘মেগা উপহার’ পাচ্ছে সৌদি আরব? রিয়াধের হাতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গর্বের পঞ্চম প্রজন্মের ‘স্টেলথ’ শ্রেণির লড়াকু জেট এফ-৩৫ লাইটনিং টু তুলে দেবেন তিনি? সেই খবর প্রকাশ্যে আসতেই পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলির মধ্যে পড়ে গিয়েছে শোরগোল। স্বাভাবিক ভাবেই উঠছে একটি প্রশ্ন— আর্থিক মুনাফার লোভে ‘ঘরের ছেলে’ ইজ়রায়েলকে চরম বিপদের মুখে ফেলতে চলেছে ওয়াশিংটন?
এফ-৩৫ লড়াকু জেটের মার্কিন-সৌদি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে সংবাদসংস্থা রয়টার্স। সেখানে বলা হয়েছে, রিয়াধকে ওই যুদ্ধবিমান বিক্রি করা যায় কি না, তা বিবেচনা করে দেখছে ট্রাম্প প্রশাসন। আগামী ১৮ নভেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন উপসাগরীয় আরব মুলুকটির যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন। তিনি ওয়াশিংটন পৌঁছোলে সংশ্লিষ্ট সমঝোতাটিকে চূড়ান্ত রূপ দিতে পারে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সদর দফতর পেন্টাগন।