
আর ‘বাঙ্কার বাস্টার’ নয়। ইরান-ইজ়রায়েল সংঘাতে খামেনেই-রাজের পতন ঘটাতে এ বার নাকি কৌশলগত পরমাণু হামলা চালাবে আমেরিকা! পশ্চিমি গণমাধ্যমগুলির দাবি, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পদস্থ সেনা অফিসারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে উঠেছে সেই প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিলে পশ্চিম এশিয়ার যুদ্ধ যে আরও ভয়ঙ্কর রূপ নেবে, তা বলাই বাহুল্য। তবে এই নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি ওয়াশিংটন।

ইরানের পরমাণুকেন্দ্রগুলির অন্যতম হল ফোর্ডো। ইজ়রায়েলি গুপ্তচরদের অনুমান, ভূগর্ভের অন্তত ৩০০ ফুট গভীরে এটিকে তৈরি করেছে তেহরান। ফলে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে আদৌ ওই আণবিক কেন্দ্রের কোনও ক্ষতি করা যাবে কি না, তা নিয়ে সন্দিহান মার্কিন ফৌজি জেনারেলরা। সূত্রের খবর, সেই কারণে ‘বি-২ স্পিরিট’ বোমারু বিমান থেকে সেখানে কৌশলগত পরমাণু বোমা ফেলার বিষয়ে চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। যদিও এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়।